নতুন বছরের প্রত্যাশা

দেশের মানুষ শান্তিতে নেই; নিরাপত্তা নেই বললে চলে। এখন সবাই প্রাণ হাতে নিয়ে ঘর থেকে বের হয়।
সম্প্রতি জাতিসংঘের দূত অস্কার ফার্নান্দেজ তারানকো এসেছিলেন আমাদের দেশে মঙ্গল বার্তা নিয়ে কিন্তু বড় দুই দলের সমঝোতা না হওয়ায় তিনি ব্যর্থ হয়ে ফিরে যান। সুষ্ঠু ও সুস্থ রাজনীতির জন্য দুই দলকেই ছাড় দিতে হবে। বিএনপির হরতাল আর অবরোধে মানুষ আজ নাকাল, জনজীবন হয়ে পড়েছে পর্যুদস্ত।
আমরা সাধারণ মানুষ শান্তি চাই। লাশ চাই না। দুই দল অনমনীয় অবস্থা থেকে সরে আসুক। দেশকে ও মানুষকে ভালোবাসুক—এটাই নতুন বছরের প্রত্যাশা।
নাহিদ উল ইসলাম, ময়মনসিংহ।