রোজাদারের রোজনামচা

.
.

রমজান মাসে সাধ্যমতো ইবাদত করবেন। একজন রোজাদারের রোজনামচা কেমন হতে পারে এই লেখায় একটা ধারণা দেওয়া হলো। স্থান, কাল, পাত্রভেদে আপনার সুবিধামতো আমলগুলো করার চেষ্টা করবেন।
ভোর রাত: তাহাজ্জুদের নামাজ আদায়। সাহরি খাওয়া। সম্ভব হলে পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে সাহরি খাওয়া। ফজরের নামাজ আদায় করা। কোরআন তেলাওয়াত করা।
সকাল: কর্মস্থল/ চাকরি/ ব্যবসা
দুপুর: জোহরের নামাজ আদায়।
বিকেল: আসরের নামাজ আদায়।
সন্ধ্যা: ইফতার করা। সম্ভব হলে পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে ইফতারি খাওয়া। মাগরিবের নামাজ আদায় করা। আওয়াবিনের নামাজ ও আল্লাহর জিকির করা।
রাত: এশার নামাজ আদায়। তারাবির নামাজ আদায় ও বিতরের নামাজ আদায় করা।
রাতের খাবার খাওয়া। রাতে ঘুমানোর প্রস্তুতি। আল্লাহর জিকির করা। কোরআন তেলাওয়াত করা। দিনের বিভিন্ন সময়ে সুযোগ–সুবিধামতো আল্লাহর জিকির করা।