মতিঝিলের পদচারী-সেতু

ঢাকা শহরের সবচেয়ে ব্যস্ত বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বরে সম্প্রতি একটি পদচারী–সেতু নির্মাণ ও চালু করা হয়েছে। মানুষকে পদচারী–সেতুতে উঠতে বাধ্য করার জন্য নিচের রাস্তা ব্যারিকেড দিয়ে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শুভ উদ্যোগ নিঃসন্দেহে। কিন্তু সমস্যা অন্যত্র।

মাত্র ৪ ফুট চওড়া এই সেতু দিয়ে মতিঝিলের মতো ব্যস্ত এলাকার মানুষ ওঠানামা করবে, তা বিজ্ঞ কর্তৃপক্ষের ধারণায় ছিল না। ফলে বর্তমানে অফিস সময়ে শত শত লোককে  সেতুতে ওঠার জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে, আবার তাড়াহুড়ো করতে গিয়ে ধস্তাধস্তি করতে হচ্ছে।

সেতুটি সম্প্রসারণ করা না হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে৷ বিষয়টি কে দেখবেন?

আখতারুল আ​লম

লোহাগড়া, নড়াইল৷