জরুরি বিবেচনা করে সরকারকেই কিছু করতে হবে

মামুনুর রশীদ
মামুনুর রশীদ

দেশে বিচারহীনতার যে সংস্কৃতি চলছে, তার শিকার হচ্ছে তনু। এ অবস্থা চললে সমাজের সম্ভাবনাময় তনুদের রক্ষা করা যাবে না। সামাজিক স্থিতাবস্থা ভেঙে পড়বে।
আমাদের সমাজে ভিক​িটমকেই হুমকি সহ্য করতে হয়। ভিকটিমকেই অপরাধ প্রমাণের মূল দায়িত্ব নিতে হয়। আইনটা অদ্ভুত। তাই এর পরিবর্তনের দরকার আছে।
যেভাবে মামলাটি এগোচ্ছে, তাতে সন্দেহের যথেষ্ট অবকাশ আছে। মনে হচ্ছে, এর পেছনে ক্ষমতাধর কেউ আছে। এ ছাড়া কাউকে বাঁচানোর একটা চেষ্টাও লক্ষ করা যাচ্ছে। গত তিন মাসের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে এমনটি মনে হওয়াটাই স্বাভাবিক।
এই পরিস্থিতিতে সরকারকে তার অবস্থান পরিষ্কার করতে হবে, নইলে বিচারের ওপর মানুষের আস্থা থাকবে না। এখন রোজার মাস চলছে। ঈদের পর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দুর্বার আন্দোলন গড়ে তুলবে এই হত্যার বিচার চেয়ে। তার আগেই এই মামলার উল্লেখযোগ্য অগ্রগতি ঘটাতে সরকারের উচিত সর্বোচ্চ চেষ্টা নিয়ে এগিয়ে আসা।

তনুর মা যেসব কথা বলেছেন তা উদ্বেগজনক। ওই পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।