মিমের জন্য কি কেউ আছেন?

মায়াবি মিম
মায়াবি মিম

১০ বছরের মিম বুঝতেও পারে না ওর অসুখটি কী, কিন্তু কষ্টের ষোলো আনা তার ছোট্ট জীবনের ওপর দিয়েই যায়। জন্ম থেকেই মিমের হৃৎপিণ্ডে ছিদ্র, একটি ভাল্ভ ক্ষতিগ্রস্ত, হৃৎপিণ্ডের শিরা এক পাশেরটা অন্য পাশে, খাদ্যনালি শুকিয়ে গেছে! শুধু ওষুধে সেরে উঠবে না সে। দ্রুত একটি সফল অপারেশন করতে পারলে সেরে উঠবে মিম। প্রয়োজন সর্বোচ্চ পাঁচ লাখ টাকা। রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কাজলারপাড় শিশুকানন স্কুলের প্লে গ্রুপের ছাত্রী ছিল মিম। স্কুলের প্রথম পরীক্ষার দিনই ২০১২ সালের এপ্রিল মাসে হঠাৎ জ্বর, বমি, শরীরের রক্ত নীল হয়ে ছটফট করতে থাকে মেয়েটি। চলতে থাকে ছোটখাটো চিকিৎসা।
অবশেষে গত বছরের শেষে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের বিশিষ্ট কার্ডিয়াক সার্জন মো. শরিফুজ্জামান মিমের কাগজপত্র দেখে আবারও দ্রুত অপারেশন করার পরামর্শ দেন। কিন্তু ওর পরিবার সচ্ছল নয়। বাবা ও বড় ভাই পরিবহনশ্রমিক। টানাটানির সংসারে এত টাকা জোগানো তাঁদের পক্ষে সম্ভব নয়। মিম ও তার স্বজনেরা সহযোগিতার হাত খুব করে চাইছে। সবার সহযোগিতায় বাঁচতে চাইছে মেয়েটি। কেউ কি নেই?
ফোন: ০১৯৩৩২৩৫৬৬৯। 
সঞ্চয়ী হিসাব:

মো. শহিদুল ইসলাম 
হিসাব নম্বর: ১০০৬৫৮৬২৫৬০৩১ 

আইএফআইসি ব্যাংক, ধানমন্ডি শাখা।