সিলেটের পর্যটনকেন্দ্রে নানাভাবে পর্যটকদের হয়রানি, হেনস্তা ও মারধরের ঘটনা নতুন নয়। জাফলংয়ে আগেও পর্যটকদের লাঠি দিয়ে পেটানো হয়েছিল। কয়েক বছর আগে পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে সে ঘটনা বেশ আলোড়ন তুলেছিল। এবারও সেখানে পর্যটকদের সঙ্গে স্থানীয় মানুষের হাতাহাতি হয়েছে। সিলেটের কোম্পানীগঞ্জেও একটি পর্যটন এলাকায় যেতে পর্যটকদের বাধা দিয়েছে স্থানীয় ধর্মীয় গোষ্ঠী। এসব ঘটনা পর্যটনকেন্দ্র হিসেবে সুখ্যাত সিলেটের জন্য নেতিবাচক তো অবশ্যই, উদ্বেগজনকও বটে।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, গত সোমবার বিকেলে জাফলং বিজিবি ক্যাম্প–সংলগ্ন এলাকায় স্থানীয় কয়েকজনের সঙ্গে পর্যটকদের হাতাহাতি হয়। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি। এ সম্পর্কে স্থানীয় প্রশাসনের দাবি, তুচ্ছ বিষয় নিয়ে পর্যটকদের সঙ্গে ভুল–বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি সঙ্গে সঙ্গেই সমাধান হয়ে গেছে। পর্যটকদের কাছেও দুঃখ প্রকাশ করা হয়েছে। কোনো পক্ষই অভিযোগ করেনি। তবে এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় অনেকের ভুল ধারণা হয়েছে। এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে প্রশাসন তৎপর।
আগের দিন রোববার কোম্পানীগঞ্জের উত্তর রনিখাই ইউনিয়নে উৎমাছড়া পর্যটনকেন্দ্রে যেতে পর্যটকদের বাধা দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে দেশের সংবাদমাধ্যমগুলোতেও বিষয়টি প্রকাশ পায়। ভিডিওতে দেখা যায়, উৎমাছড়ায় বেড়াতে আসা কিছু মানুষ সেখানে সময় কাটাচ্ছিলেন। বিভিন্ন বয়সের পুরুষদের সেখানে দেখা যায়। এলাকাবাসী পরিচয় দিয়ে কিছু মানুষ সেখানে হাজির হয়ে পর্যটকদের উৎমাছড়া থেকে চলে যেতে বলেন। এটি কোনো পর্যটনকেন্দ্র নয় বলেও ঘোষণা দেন তাঁরা এবং এখানে যাতে কেউ না আসেন, সেটি প্রচার করতেও বলেন তাঁরা।
এলাকাবাসী বলে পরিচয় দেওয়া আগত ব্যক্তিদের মধ্যে ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা যুব জমিয়তের সহসভাপতি মুফতি রুহুল আমিন সিরাজী। তিনি প্রথম আলোকে বলেন, ‘পর্যটনের কথা বলে কিছু মানুষ ওই এলাকায় গিয়ে মদ্যপান ও অশ্লীল কার্যক্রম করছেন। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এসব বিষয়ে স্থানীয় আলেম-ওলামা ও মুরব্বি–যুবকদের নিয়ে ঈদের আগে বৈঠক করে সিদ্ধান্ত হয়েছে, পর্যটনকেন্দ্রটি নিয়ে যাতে নিরুৎসাহিত করা হয়। এর অংশ হিসেবে গত রোববার বিকেলে বেড়াতে আসা লোকজনকে বুঝিয়ে বলা হয়েছে।’
পর্যটনকেন্দ্রের প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ রক্ষা করা অবশ্যই গুরুত্বপূর্ণ। এর জন্য স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকেই ভূমিকা রাখতে হবে। কোনো এলাকা পর্যটনকেন্দ্র হিসেবে বিবেচিত হবে কি হবে না, তা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে। কিন্তু পরিবেশ রক্ষার নামে কোনো পর্যটনকেন্দ্রে পর্যটকদের কেউ মারধর, হেনস্তা বা বাধা দেবে, তা কোনোভাবেই কাম্য নয়। এসব ফৌজদারি অপরাধের পর্যায়েই পড়ে। এলাকাবাসীর নামে কোনো পক্ষ এখানে আইন অমান্য করবে, ক্ষমতাচর্চা করবে বা মব ভায়োলেন্স তৈরি করবে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে অবশ্যই কঠোর হতে হবে।