দ্রুত লোকবল নিয়োগ দিন

সম্পাদকীয়

আমাদের চিকিৎসাব্যবস্থার অন্যতম শক্তিশালী একটি দিক হচ্ছে দেশের একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মা ও শিশুর স্বাস্থ্যসেবা ও পরিচর্যার জন্য আলাদা স্বাস্থ্য অবকাঠামো গড়ে তোলা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত গড়ে তোলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে সহজে চিকিৎসা ও সেবা পান মা ও শিশুরা। এসব স্বাস্থ্যকেন্দ্রের সুফল আমরা দেখতেও পাচ্ছি নানা সাফল্যের মধ্য দিয়ে। কিন্তু প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক প্রতিষ্ঠানের মতো এখানেও দেখা যায় নানা সমস্যা। যার দরুন আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহের নান্দাইল উপজেলার একটি পরিবারকল্যাণ কেন্দ্র জনবলসংকটের কারণে বন্ধ হয়ে আছে।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, উপজেলার বেতাগৈর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটি ১৬ দিন ধরে বন্ধ রয়েছে। মূলত কোনো জনবল না থাকার কারণে সেটি বন্ধ রয়েছে। এত দিন মাত্র একজন জনবল দিয়ে কোনোমতে সেখানে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা চলছিল। এখন সেই একজনও অন্যত্র বদলি হয়ে গেছেন। এখন পরিবারকল্যাণ কেন্দ্রটি বন্ধ থাকায় রোগীরা চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্যমতে, নতুন করে কেউ যোগদান না করলে কেন্দ্রটি আপাতত খোলার সম্ভাবনা নেই।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটিতে একজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা, ফার্মাসিস্ট, পরিবারকল্যাণ পরিদর্শক (এফডব্লিউভি), আয়া ও অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী থাকার কথা। কিন্তু বর্তমানে সব কটি পদ শূন্য রয়েছে। সর্বশেষ মমতাজ জাহান নামের একজন পরিবারকল্যাণ পরিদর্শক (এফডব্লিউভি) এখানে কর্মরত ছিলেন। তিনিও চলতি মাসের শুরুতে বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। এমন বদলি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যে একজন মাত্র ব্যক্তির কারণে প্রতিষ্ঠানটির সেবা চলছিল, তাঁকেও কীভাবে বদলি করা হলো, সেটিই আমাদের প্রশ্ন।  

নান্দাইল সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে এই স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটির অবস্থান। সদরের সঙ্গে দূরত্বের কারণে চর বেতাগৈর ও বীর বেতাগৈর ইউনিয়নের বিভিন্ন গ্রামের হাজারো বাসিন্দা চিকিৎসাসেবার জন্য এই কেন্দ্রের ওপর নির্ভরশীল। গ্রামের গর্ভবতী মা ও শিশুদের চিকিৎসা ও পরামর্শের জন্য এই কেন্দ্রে আসতে হয়। এ ছাড়া জন্মনিয়ন্ত্রণের সামগ্রী ও নানা রোগের ওষুধপথ্য এই কেন্দ্র থেকে
বিতরণ করা হয়। সব কার্যক্রম এখন বন্ধ রয়েছে। এর ফলে স্থানীয়ভাবে স্বাস্থ্যসেবায় নেতিবাচক প্রভাব পড়ছে। অনেক মানুষ দুর্ভোগ ও ভোগান্তির মধ্যে পড়ছেন। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আহ্বান, বেতাগৈর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে সব কটি পদে দ্রুত জনবল যুক্ত করুন। সেখানে স্বাস্থ্যসেবায় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিন।