শাহীন সরকারের মতো তরুণেরা এগিয়ে আসুন

সম্পাদকীয়

দেশের বন্য প্রাণীর বিপন্নতা বাড়ছে। এই বিপন্নতা শুধু জীববৈচিত্র্যের জন্যই হুমকি নয়, মানুষের জন্যও। বন ধ্বংস হচ্ছে, নদী দূষিত হয়ে যাচ্ছে। জলবায়ুর প্রভাবে জলোচ্ছ্বাস বাড়ছে, লবণাক্ত হয়ে পড়ছে অনেক এলাকা। এর ফলে নদীর অনেক প্রাণী যেমন হারিয়ে যাচ্ছে, অন্যদিকে স্থলের প্রাণীরা আবাসস্থল হারিয়ে লোকালয়ে চলে আসছে।

মানুষের হাতে ধরা পড়ে বেঘোরে প্রাণ হারাচ্ছে। কদিন পরপর আমরা নীলগাইয়ের মৃত্যুর খবর পাই। আর হাতি নিয়ে তো প্রতিবছরই তোলপাড় হচ্ছে। বন্য প্রাণী রক্ষায় আইন থাকলেও সেসবের কার্যকারিতা ও প্রয়োগ নিয়ে প্রশ্ন থেকেই যায়। এমন পরিস্থিতিতে জনসচেতনতার কোনো বিকল্প নেই। এর জন্য সরকারি কর্তৃপক্ষকেই এগিয়ে আসতে হবে।

তবে এখানে স্বেচ্ছাসেবী সংগঠনও চাইলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তা করে দেখিয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুরের তরুণ শাহীন সরকার। বন্য প্রাণী রক্ষায় তিনি গড়ে তুলেছেন ‘মানবতার জন্য’ একটি সংগঠন, যা ইতিমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, গত পাঁচ বছরে তিন শতাধিক বিপদগ্রস্ত বিপন্ন প্রাণীকে উদ্ধার করে প্রকৃতিতে ফিরিয়ে দিয়েছেন মানবতার জন্য সংগঠনের সদস্যরা। যার মধ্যে গুইসাপ, খরগোশ, বাগডাশ, শিয়ালছানা, বনবিড়াল, বিভিন্ন প্রজাতির নির্বিষ সাপ, নেউল, অতিথি ও স্থানীয় প্রজাতির পাখি রয়েছে। এই সংগঠনের সদস্যরা বিপন্ন প্রাণীদের ভালোবাসার জন্য উদ্বুদ্ধ করছেন সবাইকে।

বন্য প্রাণী সংরক্ষণের জন্য জনসচেতনতাকে গুরুত্ব দিচ্ছে সংগঠনটি। কারণ, কোনো জায়গায় বন্য প্রাণী আটকে পড়লে সেটি উদ্ধারে তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে যাওয়া যায় না। অনেকেই বন্য প্রাণীটিকে মেরে ফেলতে উদ্যোগী হন। এ ব্যাপারে স্থানীয়ভাবে সচেতন মানুষই এগিয়ে আসতে পারে। এ জন্য সংগঠনটি স্কুল, কলেজ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে সচেতনতা তৈরি করছে। 

সংগঠনের কার্যক্রম সম্পর্কে শাহীন সরকারের বক্তব্য, বন্য প্রাণী রক্ষায় তাঁরা একটি ফেসবুক পেজ খুলেছেন। সেখানে বন্ধুরা তাৎক্ষণিক তথ্য দিয়ে নানাভাবে সহযোগিতা করে থাকেন। শুরুর দিকে গ্রামবাসীর অনেকেই বিরোধিতা করলেও বন্য প্রাণী রক্ষায় বর্তমানে পুরো গ্রামবাসী এখন এক কাতারে।

বন্য প্রাণী রক্ষায় একটি গ্রামের সব মানুষকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হওয়াটা নিঃসন্দেহে বড় একটি অর্জন। সেটি সম্ভব হয়েছে শাহীন সরকার, মানবতার জন্য সংগঠন ও সেটির স্বেচ্ছাসেবীদের কারণে। আমরা তাঁদের অভিবাদন জানাই। দেশের সব গ্রামে এমন একজন শাহীন সরকার ও মানবতার জন্য একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে উঠুক।