বিপদ অনেক সময় বলেকয়ে আসে। বিপদ ঘটার যাবতীয় আয়োজন করে রাখার পর যখন সত্যিই বিপদ এসে হাজির হয়, তখন আর তাকে দুর্ঘটনা বলে উড়িয়ে দেওয়ার সুযোগ থাকে না। তখন সেই ডেকে আনা বিপদের দায় অদৃষ্টের ওপর চাপিয়ে দেওয়ার মধ্যে প্রকৃত দায়ী বা দোষী ব্যক্তিদের দায়মুক্তি দেওয়ার প্রচ্ছন্ন দ্যোতনা থাকে। তা অন্যায়।
গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষ মনে হচ্ছে বিপদকে কায়মনে নিরবচ্ছিন্নভাবে ডেকে চলেছে। সেখানে বাঘ, সিংহের মতো ভয়ংকর প্রাণীর বেষ্টনীর ভেতর অরক্ষিত অবস্থায় দর্শনার্থীদের প্রবেশ করানো হচ্ছে। জানালা খোলা মিনিবাসে করে দর্শনার্থীদের খুব কাছ থেকে বাঘ–সিংহ দেখানো হচ্ছে। এ অবস্থায় সেখানে অনিবার্য পরিণতি হিসেবে যেকোনো সময় দর্শনার্থীরা বাঘ-সিংহের হামলার শিকার হতে পারেন। এতে প্রাণহানিও ঘটতে পারে।
দেশের সবচেয়ে বড় এ সাফারি পার্কে দর্শনার্থীদের নিয়ে ঘোরার জন্য আটটি মিনিবাস আছে। কিন্তু এর মধ্যে ছয়টিরই শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) পুরোপুরি অকার্যকর। এসব মিনিবাসের ভেতর বৈদ্যুতিক পাখাও নেই। গরমের মধ্যে এসি না থাকায় বাসের জানালাগুলো খোলা রাখা ছাড়া কোনো উপায় থাকে না।
এ অবস্থায় বাসগুলো দর্শনার্থীদের নিয়ে একের পর এক বাঘ ও সিংহের মতো ভয়ংকর সব প্রাণীর বেষ্টনীতে প্রবেশ করে। কখনো কখনো বাসের খুব কাছাকাছি চলে আসে প্রাণীগুলো। এসব প্রাণী হামলে পড়লে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। কিন্তু পার্ক কর্তৃপক্ষের তাতে ভ্রুক্ষেপ নেই। এসি মেরামত করে জানালা বন্ধ করে দর্শনার্থী বহনের ব্যবস্থা নিচ্ছে না তারা।
জানালা খোলা থাকায় অনেক দর্শনার্থী জানালার বাইরে হাত নিয়ে মুঠোফোনে ছবিও তুলছেন। বাঘের ক্ষিপ্রতার বিষয়ে তাঁদের বেশির ভাগেরই ধারণা নেই।
অন্যদিকে পার্কের স্বয়ংক্রিয় ফটক খোলার ব্যবস্থাও নষ্ট হয়ে আছে। ওয়াচটাওয়ারে দায়িত্বরত লোকদের জীবনের ঝুঁকি নিয়ে ফটকটি খুলে দিয়ে দ্রুত উপরে উঠে আসতে হয়। দর্শনার্থীরা অভিযোগ করছেন, বাসে এসি নেই, ফ্যান পর্যন্ত নেই। অথচ টিকিটের দাম ১০০ টাকার পরিবর্তে বাড়িয়ে ১৫০ টাকা করা হয়েছে।
অতি অবাক করা কথা, এ অব্যবস্থাপনা নিয়ে পার্কের একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। মিডিয়ায় কথা বলা আমার নিষেধ আছে।’ অর্থাৎ এখানে কর্মকর্তাদের দায় এড়ানোর চেষ্টা আছে। এ চেষ্টা ভয়ানক এবং অপেশাদার আচরণের শামিল। এ কারণে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এ বিষয়ে হস্তক্ষেপ করা দরকার।