আজ ২৫ মে, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহান আরা রাব্বী’র ২৪তম মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন শহীদ বুদ্ধিজীবী ডা. ফজলে রাব্বীর সহধর্মিণী। তিনি ছিলেন প্রসূতি ও স্ত্রীরোগবিশেষজ্ঞ।
ছাত্রজীবনে কৃতিত্বের অধিকারী জাহান আরা ১৯৫৭ সালে গাইনোকোলজি ও মেডিসিন বিভাগে সম্মানসহ ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। সে বছরই ফজলে রাব্বী ও জাহান আরা বিয়ে করেন।
মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান কোনোভাবে ভুলবার নয়। একজন চিকিৎসক হিসেবে তিনি সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সমাজ ও দেশের মানুষের প্রতি সব সময় দায়িত্ববান ছিলেন, যার প্রতিফলন দেখা যায় ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধ ও এর পরবর্তী সময়ে। সে সময় নারীদের সহায়তা ও পুনর্বাসনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মুক্তিযুদ্ধ চলাকাল স্বামীর সঙ্গে জাহান আরা ঢাকাতেই অবস্থান করছিলেন। ২৫ মার্চ মধ্যরাতে হানাদার পাকিস্তানি বাহিনী নিরস্ত্র ও ঘুমন্ত ঢাকাবাসীর ওপর হামলে পড়ে।
সেদিন হামলায় হতাহত অনেককে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেসব মানুষকে দেখে ও পাকিস্তানি সেনাদের গণহত্যার ব্যাপকতা উপলব্ধি করে বিচলিত হয়ে পড়েছিলেন এ চিকিৎসক দম্পতি। তাঁরা হতাহত মানুষের চিকিৎসাসেবায় ও অস্ত্রোপচারে নিজেদের নিয়োজিত করেছিলেন তখন। শুধু তাই নয় অর্থ, আশ্রয় ও পরিবহনের খরচ দিয়েও অনেককে সাহায্য-সহযোগিতা করেছেন তাঁরা। যার রক্তাক্ত মূল্য দিতে হয় ডা. ফজলে রাব্বীকে। বিজয়ের আগমুহূর্তে নানা পেশাজীবী ও বুদ্ধিজীবীদের সঙ্গে তাঁকে হত্যা করা হয়।
স্বামীহারা জাহান আরা রাব্বী শোক ভুলে মুক্তিযুদ্ধ–পরবর্তী দেশে চিকিৎসাসেবা ও নারী পুনর্বাসনে নিজেকে নিয়োজিত করেছিলেন। আজ ডা. জাহান আরা রাব্বীর মৃত্যুবার্ষিকীতে আমরা তাঁকে স্মরণ করছি। তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কোরআনখানি ও দুস্থ ব্যক্তিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে।