আমাদের দেশে অনলাইন বাজারব্যবস্থার খুব বেশি প্রচলন নেই। এই বাজারব্যবস্থা সম্পর্কে মানুষের ধারণাও কম। কিন্তু এ দেশের সামষ্টিক বাজারব্যবস্থার উন্নতি করতে হলে এবং সহজ করতে হলে এই বাজার অনন্য ভূমিকা রাখতে পারে। অনলাইন বাজারের মাধ্যমে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সরাসরি যোগসূত্র স্থাপন করা সম্ভব হবে। বিশেষ করে আমাদের দেশের অবহেলিত কৃষক ও অন্য উৎপাদনকারীদের যদি এই ব্যবস্থার আওতায় আনা যায়, তাহলে অবশ্যই দ্রব্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব হবে। হস্তশিল্প, তাঁত, শস্য, কৃষিপণ্য ইত্যাদি সহজেই আমাদের শহরাঞ্চল থেকে শুরু করে বিশ্বের যেকোনো দেশে ইন্টারনেট বাজারের মাধ্যমে উপস্থাপন করা সম্ভব হবে। সুবিধাবঞ্চিত বিভিন্ন শ্রেণী, বিশেষ করে নারীরাও সহজেই অনলাইন বাজারব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারবে। অনলাইন বাজারব্যবস্থার এই অবারিত ও সীমাহীন সুযোগ কাজে লাগাতে হলে এ দেশের শহর ও গ্রামীণ মানুষকে অনলাইন বাজারভিত্তিক প্রশিক্ষণ দিতে হবে। কীভাবে সহজেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দ্রব্য ক্রয়-বিক্রয় করা যাবে, সেগুলোর বিস্তারিত তথ্য দিতে হবে। পুরুষ ও নারীদের ভারসাম্যপূর্ণ কর্মসংস্থানের ব্যবস্থা করে আয় বাড়ানোর নিশ্চয়তা করা যাবে অনলাইন বাজারব্যবস্থার মাধ্যমে। এই পদ্ধতির মাধ্যমে গ্রামীণ জীবনধারাকে বিশ্বায়নের সঙ্গে যুক্ত করা সম্ভব হবে। আত্মকর্মসংস্থান ও ই-শপ ব্যবস্থাপনায় কর্মসংস্থানের মাধ্যমে গ্রামীণ লোকদের শহরমুখী করার প্রবণতা কমানো যাবে। কারণ, অনলাইনের মাধ্যমে যেকোনো স্থান থেকে দেশের বাজারব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়া যায়। এ দেশে যে কটি অনলাইন বাজার রয়েছে, সেগুলোর মধ্যে একটি হচ্ছে ‘আমার দেশ আমার গ্রাম’। শহরের জীবনধারা ও গ্রামীণ জীবনধারাকে আইসিটিভিত্তিক নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যুক্ত করার সহজ লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠান গঠিত হয়েছে। এই বাজারপদ্ধতিকে বিস্তৃত করার জন্য তারা বিভিন্ন আইটি প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।
গ্রামীণ বিভিন্ন দ্রব্যসামগ্রী যাতে সহজেই ইন্টারনেটের মাধ্যমে বিক্রয় করা যায় এবং এ দেশের অবহেলিত কৃষক থেকে শুরু করে সুবিধাবঞ্চিত ব্যক্তিরা যাতে সহজেই কোনো দুর্ভোগ ছাড়াই ন্যায্যমূল্যে তাদের দ্রব্য বিক্রয় করতে পারে, সেই ব্যবস্থা এই প্রতিষ্ঠান নিয়েছে। শুধু তা-ই নয়, উৎপাদনকারী থেকে ফরমালিন এবং বিষমুক্ত খাবার অনলাইনের মাধ্যমে ক্রেতাদের কাছে বিক্রির ব্যবস্থা করেছে। প্রকৃতপক্ষে এটি হচ্ছে একটি ভার্চুয়াল মার্কেট।
একইভাবে আরও প্রতিষ্ঠানকে অনলাইন বাজারব্যবস্থার সঙ্গে যুক্ত হতে হবে এবং এই সেক্টরে প্রশিক্ষণের ব্যবস্থা বাড়াতে হবে।
মো. আরিফুর রহমান
সাধারণ বীমা করপোরেশন, ঢাকা।