নরসিংদীতে বিশ্ববিদ্যালয়

মেঘনা, শীতলক্ষ্যা, আড়িয়াল খাঁ ও পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরবিধৌত প্রাচীন সভ্যতা ও ঐতিহ্যে লালিত জেলার নাম নরসিংদী। বেলাব উপজেলার আমলাব ইউনিয়নে অবস্থিত প্রায় তিন হাজার বছর আগের প্রাচীন সভ্যতার নিদর্শন ‘উয়ারী বটেশ্বর’ এ জেলার অহংকার।

নরসিংদী একটি সমৃদ্ধ প্রাচীন জনপদ। এই অঞ্চলের অতীত ইতিহাস অনেক প্রাচীন ও গৌরবময়। প্রাচীন জীবনযাত্রার পথ ধরেই নরসিংদীর ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ হয়েছে যুগে যুগে। এ অঞ্চলে অনেক সমাজসেবক, বিপ্লবী, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আইনবিদ, বাউলসাধক, কবিয়াল, শিল্পী-সাহিত্যিক প্রমুখ কীর্তিমান ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেছে। গণ-অভ্যুত্থান ও স্বাধীনতাযুদ্ধের বহু স্মৃতিবিজড়িত, সাহিত্য, সংস্কৃতি ও অর্থনীতিতে অসামান্য অবদানকারী জেলা হিসেবে ‘নরসিংদী’র নাম সুবিদিত। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ইতিহাসে নরসিংদী একটি সুপ্রাচীন ও বিখ্যাত জনপদ। শীতলক্ষ্যা ও মেঘনা নদীর ভূভাগ ছয়টি থানা নিয়ে ১৯৮৪ সালের ১৪ ফেব্রুয়ারি নরসিংদী জেলা গঠিত হয়। তিন দশক পেরিয়ে গেলেও এই জেলায় কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না করায় জ্ঞান-বিজ্ঞান, অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়ছে। মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রীর কাছে আবেদন, নরসিংদী জেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করবেন।

মো. ফরিদ উদ্দিন

বীরপুর, নরসিংদী।