পোশাক তৈরির কারখানা

আমাদের দেশে পরিকল্পিতভাবে পোশাক তৈরির কারখানা গড়ে ওঠেনি, কিন্তু কারখানার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। তাই সুষ্ঠুভাবে কারখানা গড়ে ওঠা প্রয়োজন। ভৌগোলিক ও প্রাকৃতিক দিক থেকে চিন্তা করে আমাদের দেশে বছরে ৩৬৫ দিনই কাজ করা যায়। বিশ্বের বিভিন্ন দেশেও আমাদের তৈরি পোশাক সমাদৃত ও মানসম্মত বিধায় এর ভবিষ্যতের দিকে তাকিয়ে স্থায়ীভাবে এ শিল্পকে গড়ে তোলা প্রয়োজন। তাই সব দিক বিবেচনা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশ দিয়ে এই শিল্পকারখানা নির্মাণ করা বাঞ্ছনীয়। কারখানার জন্য একটু ভিত করে দোতলা ভবন তৈরি করা ভালো। নিচতলা ভারী যন্ত্রপাতি ও কাজকর্ম এবং দ্বিতীয় তলা অফিস ও পণ্যসামগ্রীর জন্য ব্যবহার করলে সব দিক থেকে নিরাপদ।

দিলীপ রায়

বড়দিয়া, নড়াইল।