প্রতিবন্ধী তরুণের আবেদন

আবুল কাসেম একটি সংগ্রামী নাম। ছেলেবেলায় পিতাকে হারান। ভাইদের সহযোগিতায় রংপুর সরকারি কলেজ থেকে বাংলায় বিএ সম্মান পাস করেছিলেন। ২০০৮ সালে তিনি এমএ পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই তাঁর জীবনে নেমে আসে অন্ধকার। তাঁর শরীরের নিচের অংশ অবশ হয়ে যাওয়া শুরু করে। পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে জানতে পারলেন স্পাইনাল কর্ডে টিউমার হয়েছে। রংপুর মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের ডা. লুৎফর রহমানের অধীনে অপারেশন হয়েছিল। চিকিৎসা নেওয়ার পর পূর্ণাঙ্গ সুস্থ হতে পারলেন না। পায়ের হাঁটাচলার শক্তি আর ফিরে এল না। কিন্তু পায়ে হাঁটতে না পারলেও হুইলচেয়ারের সাহায্যে তিনি সব কাজ করতে পারেন। তিনি সমাজের সুস্থ স্বাভাবিক মানুষের করুণা চান না, একটি চাকরি চান। প্রতিবন্ধীদের জন্য সুন্দর আগামীর জন্য তাঁর পুনর্বাসন প্রয়োজন। সমাজের সচেতন মানুষেরা এ দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না।
মাসুম
চেংমারী, গঙ্গাচড়া, রংপুর।