ভুল বানান

মাঝে মাঝে দেখা যায়, গাড়ির পেছনে কিছু কথা কিংবা উপদেশমূলক বাণী লেখা থাকে। যেখানে প্রায় সময় শব্দের বানান ভুল থাকে। অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠানের নাম কিংবা ঠিকানায় থাকে বানান ভুল। ব্যানার কিংবা পোস্টারেও থাকে একই অবস্থা। এভাবে অনেকেই অজ্ঞতা কিংবা ভুলবশত এবং কখনো উদাসীনতার পরিচয় দিয়ে ভুল করে, যা দুঃখজনক।
যাতায়াতের সময় এ ভুল বানানগুলো শিক্ষার্থীদের নজরে আসে। অনেক সময় তারা গাড়িতে বসে এ ভুল বানানগুলো মনোযোগ সহকারে দেখে। ফলে অনেক ছাত্রছাত্রী (বিশেষ করে ছোট শিশুরা) এটাকে শুদ্ধ ভেবে মুখস্থ করে নেয়। আবার অনেক শিক্ষার্থী (উচ্চবিদ্যালয় কিংবা কলেজ) এ ভুল বানানগুলোকে শুদ্ধ বানানের সঙ্গে তুলনা করে নেতিবাচক মনোভাব পোষণ করে। আমরা বড়রাও এ ভুল বানানগুলো অবলীলায় না দেখার মতো দেখে যাই। আর এভাবে ভুল বাড়তেই থাকে।
পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা সাড়ে তিন হাজারের বেশি। এগুলোর মধ্যে বাংলা ভাষা অনেক বেশি সমৃদ্ধ। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকেও বাংলা ভাষা অনেক বেশি এগিয়ে। বাংলা ভাষা আমাদের গর্ব। বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতিবছর ২১ ফেব্রুয়ারি পুরো বিশ্বে পালিত হয়। সুতরাং এ ভাষার গুরুত্ব অনেক বেশি কিন্তু যদি প্রকাশ্যে এভাবে বানান ভুল করা হয়, তবে তা লজ্জাজনক।
বানান যাতে ভুল না হয়, সে জন্য সচেতন হতে হবে সবাইকে। শিক্ষার হারের সঙ্গে শিক্ষার মানের দিকটারও উন্নতি ঘটাতে হবে। সেই সঙ্গে বানান ভুলের জন্য (এভাবে প্রকাশ্যে গাড়ির পেছনে কিংবা সাইনবোর্ড, ব্যানার) জরিমানাসহ নানা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে সংক্রমণের মতো এ ভুলগুলো বাড়তেই থাকবে।
সঞ্জয় কুমার ভৌমিক
আলীশারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গল।