শান্তিতে ঘুমাতে চাই

আমরা নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের দুপ্তারা গ্রামের বাসিন্দা। এটি ভুলতা আড়াইহাজার প্রধান রাস্তার বাঁ পাশের স্কুলসংলগ্ন একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামে আমরা শান্তিপ্রিয়ভাবে অনেক দিন ধরে বসবাস করে আসছি। কিন্তু দুই বছর ধরে সালাহউদ্দিন নামের স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি, যিনি মিলের মালিক, তিনি আটরশি পীরের মুরিদ। তিনি আটরশি পীরের বিভিন্ন ক্যাসেট সকাল নয়টা থেকে দুপুর ১২টা, বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা, রাত নয়টা থেকে ১২টা এবং রাত দুইটা থেকে সকাল পর্যন্ত উচ্চ স্বরে বাজিয়ে থাকেন। যে কারণে আমরা কেউ এ গ্রামে শান্তিতে ঘুমাতে পারি না।
বলা বাহুল্য, এলাকাটি শিল্প এলাকা। শত শত শ্রমিক সারা দিন কাজ করে রাতে একটু ঘুমাতে পারেন না। গ্রামের ছেলেমেয়েরা শব্দদূষণের কারণে লেখাপড়া করতে পারে না। স্থানীয় সাংসদ নজরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিরা তাঁকে এ কাজটি বন্ধ করার জন্য অনুরোধ করলেও তিনি কথা রাখেননি।
এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন, যিনি এ গর্হিত অন্যায় কাজটি করছেন, তাঁর বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয়।
মো. রতন মোল্লা
দুপ্তারা, আড়াইহাজার, নারায়ণগঞ্জ।