সড়ক সংস্কার

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা সদর থেকে খাটিয়ামারী পর্যন্ত দুই কিলোমিটার সড়কটি এ এলাকার একমাত্র পাকা সড়ক। রৌমারীর আগে খাটিয়ামারী, রতনপুর, বামনের চর, সতিরপাড়, মোল্লার চর, বেহুলার চর, মাঝিপাড়া গ্রামের মানুষের চলাচল ও উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়ক।
২০০৫ সালে ওই সড়কের মাঝিপাড়ায় একটি খালের ওপর এলজিইডির আর্থিক সহায়তায় একটি স্লুইসগেট নির্মাণ করা হয় ও খালের বাকি অংশ ভরাট করে সড়ক নির্মাণ করা হয়। পরের বছরই বন্যায় স্লুইসগেটটি অক্ষত থাকলেও সড়কের ওই অংশ ভেঙে গিয়ে আবারও খালের সৃষ্টি হয়। পরবর্তীকালে সেটি আবারও মেরামত করা হয়।
বর্তমানে ওই সড়ক দিয়ে নছিমন, করিমন ও ভটভটি-জাতীয় যানবাহন চলাচলের কারণে সড়কের অংশটুকু দেবে গেছে এবং বৃষ্টিপাতের কারণে সড়কের দুই পাশ ভেঙে যাওয়ায় এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আসন্ন বন্যার আগেই সড়কের ওই অংশটি মেরামত না করা হলে আবারও একই অবস্থা সৃষ্টি হবে। কর্তৃপক্ষ এদিকে নজর দেবে কি?
মোহাম্মদ নূর, সেবা নারী ও শিশু
কল্যাণ কেন্দ্র, কুড়িগ্রাম৷