সম্পদ বাঁচান

বাংলাদেশের অগ্রগতি অনেকাংশেই কৃষক, শ্রমিক ও শ্রমজীবী মানুষের ওপর নির্ভরশীল। তাই তাঁদের নিরাপত্তা ও উত্তরোত্তর উন্নয়ন আমাদের সবার কাম্য। মহাজনের কাছে তাঁর পাইকার একজন সন্তানের মতো। শিল্পমালিকের কাছেও তাঁর কর্মীরা সন্তানতুল্য। শিল্পের আয়, উন্নতি ও সমৃদ্ধি বহুলাংশে কর্মীদের ওপর নির্ভরশীল।

সুতরাং শিল্পমালিক ও কর্মীর সম্পর্ক অত্যন্ত মধুর হওয়া বাঞ্ছনীয়। তাই মালিকপক্ষের কাছে অনুরোধ, কর্মীদের উপযুক্ত বেতন দিয়ে তাঁদের মানবসুলভ জীবনযাপনের সুযোগ করে দিন। কর্মী ভাইদের বলি, যে প্রতিষ্ঠান থেকে আপনাদের রুটিরুজির সংস্থান হয়, তাকে কথায় কথায় আঘাত করবেন না, ভাঙচুর করবেন না।

দেশের দক্ষিণাঞ্চলে যেসব মৎস্যজীবী ভাই আছেন, সরকার তাঁদের নিরাপদ জীবনের ব্যবস্থা করুক। প্রাকৃতিক দুর্যোগ, জলদস্যু, বনদস্যুদের কবল থেকে তাঁদের রক্ষা করুক।

বাংলার কৃষক, শ্রমিক ও কর্মজীবীরা ভালো থাকলে তাঁরাই দেশকে সমৃদ্ধিতে ভরে তুলবেন। তাঁদের বাঁচান, তাঁরাই বাঁচাবেন দেশ। এক গুণ দিলে তাঁদের কাছ থেকে ফেরত আসবে ১০ গুণ।

দিলীপ রায়, বড়দিয়া, নড়াইল।