হঠাৎ জানি না কেন যেন সংখ্যাতত্ত্বের দিকে মনটা টানল। ইন্টারনেট ঘাঁটলাম। খুব সামান্য কিছু তথ্য তার থেকে বের করে একটু তৃপ্তি পেলাম, বলতেই হবে। গোপনে বলে রাখি, একেবারেই যে অকারণে সংখ্যাতত্ত্ব খুঁজলাম, তা ঠিক নয়। কারণটা আপনারা জানবেন একটু পরই।
জিউইশদের একটা তত্ত্ব দেখলাম, এতে ইংরেজি বর্ণগুলোকে সংখ্যার সঙ্গে মিলিয়েছেন জ্যোতিষীরা (GEMATRIA SYSTEM)। যেমন 1®a, j, s; 2®b, t; 3®c, l, u; 4®d, m; 5®e, n, w; 6®f, o, x; 7®g, p, y; 8®h, q, z; 9®i, r; 11®k; 22®v এটা করেছেন জ্যোতিষীরা। কিসের ভিত্তিতে তা আমি জানি না। অত জ্ঞান নেই তো। গভীরে যাওয়ার ক্ষমতাও নেই। শুধু নিজের প্রয়োজনটুকু মেটানোর জন্য চালালাম একটা ছোটখাটো প্রচেষ্টা।
তবে যৎসামান্য পড়াশোনা করে যতটুকু বোঝা গেল, তাতে বুঝতে কষ্ট হলো না সাত (৭) হচ্ছে সৌভাগ্যের প্রতীক। সব দেশে, সবখানে। এর নানান কারণ হতে পারে। কেন সারা বিশ্বে মানুষ সাতকে সৌভাগ্যের প্রতীক মনে করে, মনে করে পবিত্র একটি সংখ্যা? সাতের সঙ্গে জগতের অনেক কিছুর আছে সম্পর্ক—যেমন সাত সমুদ্র, সাত আসমান, সাতটি বৃহৎ পাপ, জাপানিদের সাত সামুরাই, সাতটি virtues বা সৎ গুণ। সপ্তাহে সাত দিন। আরও খুঁজলে হয়তো পাওয়া যাবে অজস্র সাতের কারবার, যার কারণে মানুষ সাতকে গুরুত্ব দিয়ে আসছে বহু বহু যুগ ধরে। একসময় সাত গ্রহেরও ব্যাপার ছিল। বাঙালিদের ছিল সাত ভাই চম্পা ইত্যাদি ইত্যাদি প্রভৃতি।
গবেষকদের কাছে নিশ্চয় সাত-এর একটি দীর্ঘ তালিকা রয়েছে। কিন্তু আমি আপাত-উৎসাহী জ্যোতিষীরা সাতকে নিয়ে কী বলছেন, তা নিয়ে।
আমি যে কটি তথ্য সংগ্রহে পেলাম, তার সারমর্ম এ রকম: সাত সংখ্যা সৌভাগ্যের প্রতীক। চিন্তার প্রতীক, বিবেকের প্রতীক। এবং শক্তির (spirit)ও প্রতীক এই সাত সংখ্যাটি। সত্যি লাকি লাকি সেভেন।
প্রথমেই নিজের নাম দিয়ে পরীক্ষাটা নিজেই চালালাম। আবুল হায়াত—ইংরেজি বানান Abul Hayat®ওপরের তত্ত্ব অনুযায়ী বর্ণগুলোর যোগফল হয় ২৮®২+৮=১০®১+০=১। সর্বনাশ ১-এ আবার কী হয়? খোঁজ নিতে শুরু করি। না, খারাপ না—ব্যক্তিত্ব, সাহস, আত্মকেন্দ্রিক, নেতৃত্বের প্রতীক হচ্ছে এক। শুধু HAYAT নিয়ে দেখি, তা-ও বর্ণের যোগফল হয় ১৯®১+৯=১০®১+০=১।
খারাপ তো নয়, তবে এর কোনোটার সঙ্গে আমার স্বভাব মিলছে না যে। না মিলুক। কিন্তু কখনো কখনো যে একেবারে মেলে না, তা-ও তো নয়। তবে এক জায়গায় একেবারেই অমিল। আত্মকেন্দ্রিক নই আমি মোটেও। মানুষের সঙ্গে না মিশলে, কথা না বললে নির্ঘাত পাগল হয়ে যাব আমি।
একটা প্রশ্ন আমি নিজেকে প্রায়ই করি—আমি কি জ্যোতিষবিদ্যাটা আদৌ বিশ্বাস করি? অন্যদের মতো আমারও বোধ হয় একই উত্তর—ভালো কথা বললে বিশ্বাস করি। বিপদে পড়লেও ছুটে যাই ওঁদের কাছে। মাফ করবেন, এ বিদ্যাকে আমি কখনোই ছোট করে দেখি না।
তবে হ্যাঁ, বিপদে একটু পড়েছি বৈকি। তাই এই বিদ্যার শরণাপন্ন হয়েছি। একেবারে নিজের বিপদ, তা নয়; সবার বিপদ, আমাদের বিপদ, দেশের মানুষের বিপদ। বিপদ বললে হয়তো অনেকে আবার মাইন্ড করে বসবেন। বলব, বিপদের আশঙ্কা। ভেতরে ভেতরে দেশের অধিকাংশ নাগরিক ভাবছেন—কী হবে, কী হয়! এই আশঙ্কা।
স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রীরও আশঙ্কা, এক-এগারো আসে কি না। মাননীয় বিরোধীদলীয় নেত্রীর আশঙ্কা, আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে যায় কি না! মোটামুটি একটা অরাজক অবস্থার আশঙ্কায় আছি দেশের মানুষ। হয়তো কিছুই হবে না। সেটাই তো দেশের মানুষের কামনা।
গত লেখায় বলেছিলাম, আমি আশাবাদী মানুষ। সব সময় গ্লাস অর্ধেক ভর্তিই দেখি। আবার প্রকৌশলী হিসেবে বাস্তববাদী চিন্তা থেকে বলি—আশঙ্কা থাকলেই তো বহুগুণ বৃদ্ধি পায় মুক্তির আনন্দ। আর এই মুক্তিটা কীভাবে আসবে, জানি না, তবে আদৌ আসবে কি না, সেটা জানার জন্যই সংখ্যাতত্ত্বের দিকে হাত বাড়িয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অনুমান করা হচ্ছে, জাতীয় নির্বাচন হবে ২০১৪-এর জানুয়ারিতে। আসুন দেখি, সংখ্যাতত্ত্বের ভিত্তিতে ২০১৪ সম্পর্কে কী আশা করা যায়। ২০১৪®২+০+১+৪=৭। সাত, অর্থাৎ সৌভাগ্য। লাকি সেভেন। সারা বিশ্ব যখন সাতকে সৌভাগ্যের প্রতীক মানছে, তখন আমরাই বা অবিশ্বাস করি কেন? এখন তাহলে ভাবতে হবে, এই সৌভাগ্য বা স্বস্তি বা শান্তি প্রতিষ্ঠা করে আশঙ্কা দূর করবেন কে? স্বভাবতই যার হাতে রয়েছে ক্ষমতা, তারই তো দায়িত্ব এটা করা। অর্থাৎ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই তো?
এবার দেখি তার নাম থেকে কী পাই আমরা। HASINA®সংখ্যাতত্ত্বের হিসাবে ৮+১+১+৫+১®১৬®১+৬®৭! আল্লাহ মহান। এবার কী বলবেন আপনারা? সৌভাগ্যের প্রতীক এখানেও।
সংখ্যাতত্ত্ব বলছে, সাত শুধু সৌভাগ্যের প্রতীকই নয়। এই জাতকের মানুষ হচ্ছে চিন্তাশীল, বিবেকবান ও ক্ষমতাধর। সবই যখন মিলে গেছে, জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করতে আর অসুবিধা কোথায়। আসছে শান্তি।
আমি এখন বিশ্বাস করি, অবশ্যই বিশ্বাস করছি এই বিদ্যায়। আরও একটা কারণে বিশ্বাস করছি। নেহাতই ব্যক্তিগত কারণে। (ক্ষমা করবেন) আমার জন্মতারিখ ০৭-০৯-১৯৪৪®৭+৯+১+৯+৪+৪®৩৪®৩+৪=৭। আরও একটা ব্যাপার আছে। কাল থেকে আমি হব সত্তুরে বুড়ো। I will step on seventy. হ্যাঁ, ৭০®৭+০=৭।
আবার সাত। সাত-এর পর সাত। শুধু সাত আর সাত। শান্তি না এসে যাবে কোথায়। ধরা দিতেই হবে তাকে।
জ্যোতিষী ভাইবোনেরা, হিসাবে ভুল করে থাকলে নিজগুণে ক্ষমা করবেন, আশা করি।
তবে শেষ কথাও বলি। ভুল হলে ভুল মানব, কিন্তু শান্তি চাইবই।
l আবুল হায়াত: নাট্যব্যক্তিত্ব।