স্বেচ্ছাশ্রমে রাজনীতি 'মেরামতের' চেষ্টা

‘ফিক্সিং হংকং’–এর এক স্বেচ্ছাকর্মী এক বাড়িতে শৌচাগার মেরামত করছেন।  ছবি: এএফপি
‘ফিক্সিং হংকং’–এর এক স্বেচ্ছাকর্মী এক বাড়িতে শৌচাগার মেরামত করছেন। ছবি: এএফপি

চীন নিয়ন্ত্রিত স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং। সেখানে রাজনীতি ‘মেরামতের’ অভিযান শুরু করেছেন একদল স্বেচ্ছাসেবী। প্রতি সপ্তাহে বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে গিয়ে তাঁরা বিনা মূল্যে ইলেকট্রনিক যন্ত্রাংশ, পানির লাইন, শৌচাগারের ত্রুটিসহ বিভিন্ন মেরামতের কাজ সারছেন। এর সঙ্গে চলছে গণতন্ত্র নিয়ে আলোচনা। ‘ফিক্সিং হংকং’ নামের গণতন্ত্রপন্থী একটি সংগঠন এমন প্রচারণায় নেমেছে।

বিশ্বের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হংকংয়ে গণতন্ত্রের দাবিতে ও চীনা শাসনের বিরুদ্ধে ২০১৪ সালে গড়ে ওঠা ‘আমব্রেলা মুভমেন্ট’-এর কর্মীরা সংগঠনটি গড়ে তুলেছেন। হংকংয়ের তো কোয়া এলাকার ওং নামের এক বাসিন্দা বলেন, স্বেচ্ছাসেবীরা তাঁর টেলিভিশন ঠিক করে দিয়েছেন। আরেক বাসিন্দা চেং রাজনীতিতে আগ্রহী না হলেও স্বেচ্ছাসেবীদের কাজ তাঁর ভালো লেগেছে।

ফিক্সিং হংকংয়ের সদস্য ম্যাক্স লেউং বলেন, ‘স্বেচ্ছাশ্রমের মাধ্যমে যে যোগাযোগ ও বন্ধন তৈরি হচ্ছে, তার সূত্র ধরে আমরা বড় শক্তি অর্জনের আশা করছি।’ এভাবে তৃণমূল পর্যায়ে সবাইকে এক জোট করা সম্ভব হবে বলে মনে করছে তাঁর সংগঠন।