আদুরে ছাগল ছানারা

>বাঙ্গালী নদীর তীরে চার ছাগলছানা। এক সপ্তাহ আগে মরে গেছে ওদের মা। ছোট্ট ছোট্ট শিশুরাই ওদের যত্ন নিচ্ছে। ছাগলছানা চরানো, আদর করা, খাওয়ানোর কাজে ব্যস্ত ওরা।
সাদাকালো ছাগলছানা। দেখলেই মন চায় আদর করতে।
সাদাকালো ছাগলছানা। দেখলেই মন চায় আদর করতে।
ছাগলছানাকে কচিপাতা খাওয়াচ্ছে শিশু।
ছাগলছানাকে কচিপাতা খাওয়াচ্ছে শিশু।
কোলে তুলে আদর।
কোলে তুলে আদর।
ছানাদের কোলে নিয়ে আদর।
ছানাদের কোলে নিয়ে আদর।
আদুরে ছাগলছানা।
আদুরে ছাগলছানা।
মাঠে অন্য ছাগলদের সঙ্গেও ভাব জমেছে ওদের।
মাঠে অন্য ছাগলদের সঙ্গেও ভাব জমেছে ওদের।
জোড়া ছাগলছানা।
জোড়া ছাগলছানা।