বাংলাদেশির কাছে চন্দ্র বিজয়ের অমূল্য স্মারক

এই খামেই এসেছে স্মারকটি
এই খামেই এসেছে স্মারকটি

গত ২০ জুলাই মানুষের চন্দ্র বিজয়ের ৫০ বছর পূর্তি হলো। এ উপলক্ষে বিশ্বব্যাপী অসংখ্য স্মারক বেরিয়েছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় স্মারকটি সম্ভবত নাসার তৈরি একটি ‘ব্যাজ পিন’। হবেই না কেন, এটি যে  ‘অ্যাপোলো ১১’ মহাকাশযানের কমান্ড মডিউলের যন্ত্রাংশ ভেঙে তৈরি হয়েছে। নাসার পক্ষে পিনটি তৈরি করেছে উইনকো ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান। ব্যাজ পিনটির ব্যাপারে সারা বিশ্বের সংগ্রাহক, গবেষক ও চন্দ্রপ্রেমীদের বিশেষ আগ্রহ ছিল। এই আগ্রহের কথা মনে রেখে নাসা এর দামও রেখেছিল হাতের নাগালে। দাম সুলভ হওয়ায় সারা দুনিয়ার হাজার হাজার আগ্রহী মানুষ এটি কেনার জন্য উঠেপড়ে লাগে। তাই তো আগে এলে আগে পাবেন ভিত্তিতে বিক্রির উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। উনকো ইন্টারন্যাশনাল তাদের তৈরি ২১ হাজার পিন একটি ই–কমার্স সাইটের মাধ্যমে বিক্রি করে। প্রতিটি পিনের দাম ছিল মাত্র ১৪ ডলার। এই স্মারক বাংলাদেশি এক লেখকের হাতেও এসেছে।

তিনি বাদল সৈয়দ। বন্ধুর দেওয়া দুর্লভ উপহারটি পেয়ে স্বভাবতই তিনি আপ্লুত। তিনি বলছিলেন, ‘মানুষের পা আকৃতির পিনটি হাতে নিয়ে আমার হাত কাঁপতে থাকে। আহা! আমাদের কত কল্পনার চাঁদ, তাতে ৫০ বছর আগে মানুষ প্রথম পা রেখেছিল। মানুষের এই অবিশ্বাস্য বিজয় যে নভোযানে হয়েছিল, তার একটু টুকরা আমার হাতে!’