রঙিন ফাগুন

শীত শীত আলসেমি কাটানোর পরে

নরম নরম রোদ উঁকি দিল ঘরে।

ঝিরিঝিরি বাতাসের দোলা লাগে গায়

চঞ্চলা হয় মন উদাস হাওয়ায়।

মহুয়ার বনে অলি করে গুনগুন

এল বুঝি ফুলে ফুলে সুখের ফাগুন।

কৃষ্ণচূড়ার ডালে কোকিলের ডাক

খোঁড়লের মাঝে বাঁধে মৌমাছি চাক।

ছোট খাল, ছোট নদী, ঝিকিমিকি জল

গাঁদাবনে প্রজাপতি নাচে চঞ্চল।

শটিঝোপে টুনটুনি ডাকে টুনটুন...

বনে বনে এল আজ রঙিন ফাগুন।