কাকের বাসা

আমরা যে বাসায় থাকি, সে বাসার সামনে দুটি নারকেলগাছ আছে। একটি গাছে দুটি কাক বাসা বেঁধেছিল। রোজ সকালে ওরা বের হতো, সন্ধ্যায় ফিরত। ওরা ছিল ভীষণ পরিশ্রমী। একদিন কিছু লোক গাছ পরিষ্কার করার সময় কাকের বাসাটি ভেঙে দিল। তখন কাকেরা ছিল না। ওরা যখন এল তখন খুব দুঃখ পেল। কিন্তু ওরা হাল ছাড়ল না, আবার নতুন করে বাসা বানাল। তারপর আবারও একদিন গাছ পরিষ্কার করতে গিয়ে বাসা ভেঙে গেল। কাক দুটি আর সহ্য করতে পারল না। ওরা গাছ ছেড়ে চলে গেল। তারপর থেকে ওদের আর কোনো খোঁজ পাওয়া গেল না। তাই ওদের জন্য আমার মন খারাপ হয়।