বাগানের নতুন অতিথি

করোনাভাইরাসের কারণে বদলে গেছে জীবনযাত্রা। বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি। তবে বারান্দায় একচিলতে সবুজ বাগান আছে আমাদের। সেই বাগানের পরিচর্যা করে আপাতত সময় কাটাচ্ছি। বাগানটাতে আছে গোলাপ, নয়নতারা, অর্কিড, অপরাজিতা, অলকানন্দা, দোলনচাঁপাসহ বেশ কিছু ফুল ও ঔষধি গাছ। বিকেলে গাছে পানি দিয়ে, আগাছা পরিষ্কার করে, মাটি আলগা করে সময় কাটাই।

একদিন সকাল ১০টায় টেবিলে বসে পড়ছিলাম। হঠাৎ বারান্দার দিকে তাকিয়ে খেয়াল করি, কোথা থেকে একটা অপূর্ব সুন্দর প্রজাপতি এসেছে। প্রজাপতিটি ফুলের চারপাশে উড়ে বেড়াচ্ছে। দেখলাম, নয়নতারা ফুলগুলোর আশপাশে বেশি ওড়াউড়ি করছে। কাছে এগিয়ে যাওয়ার পর বুঝতে পারলাম, ফুলের মধু সংগ্রহ করছে প্রজাপতিটি। লম্বা একটি শুঁড় বের করে ফুলে ফুলে মধু সংগ্রহ করছে। পরদিন একই সময়ে আবার এল প্রজাপতিটি। দেখে তো আনন্দে মনটা ভরে উঠল। এরপর থেকে নিয়মিত আমার বাগানে ওর আনাগোনা চলতে থাকল।

মাঝে তিন দিন না আসায় অস্থির হয়ে উঠলাম। কোনো বিপদ হলো না তো প্রজাপতিটার! কিন্তু ও আবার আসতে শুরু করল এবং এখন প্রতিদিনই আসা-যাওয়া করে। ঠিক সকাল ১০টায়। ওর সঙ্গে সুন্দর সময় কাটছে আমার।

নবম শ্রেণি, মানিকগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়, মানিকগঞ্জ