সর্বজনীন

ঢ্যামকুরকুর ঢ্যামকুরকুর বাজছে কাঁসি ঢাক
সর্বজনীন উত্সবেরই ডাক পড়েছে ডাক

ফুলে-ফলে রৌদ্র-মেঘে শুভ্র শরত্কাল
শিশির ধোয়া প্রকৃতি আজ পূজায় উন্মাতাল

রংবাহারি নতুন পোশাক খোকা-খুকুর গায়
আনন্দটা ভাগ করে নে আয়রে ছুটে আয়

দেখব ঘুরে আলোকসজ্জা, গান, আরতি, নাচ
মেলায় আছে নাগরদোলা মস্ত চড়ক গাছ

মুড়কি-মুড়ি, খই-বাতাসা লাড্ডু ও সন্দেশ
হল্লা করে খাওয়াদাওয়া নাই যে মজার শেষ!