প্রতীকের জগৎ

চিত্রকর্মে আঁকা থাকে কত শত জিনিস। শিল্পী ও শিল্পসমালোচকদের মতে, একটি চিত্রকর্মের প্রতিটি উপাদানেরই আছে ভিন্ন ভিন্ন মানে। একেকটি উপাদান একেক বিষয়ের ইঙ্গিত বহন করে। এবার তেমনই তিনটি জিনিসের ব্যাখ্যা দেখুন—

পালক
পালক

পালক
পলকা, উড়ন্ত অবস্থা ও বাতাসের প্রতীক হলো পালক। শরীরে পালক পড়ার মানে হলো, পাখির মতো শক্তির অধিকারী হওয়া। সঙ্গে সঙ্গে পাখির মতো নানা জায়গা দেখার জ্ঞানে ঋদ্ধ হওয়ারও ইঙ্গিত থাকে এতে। শূন্যতা, শুষ্কতা, উচ্চতা, হূদয়, বদান্য, বিশ্বাস ও ন্যায়পরায়ণতারও প্রকাশ এই পালকে। শক্তি, ধর্মশাস্ত্র ও আলোর সুগভীর ব্যাখ্যাও দেখানো হয় এর মাধ্যমে। গাঢ় লাল পালক হলো রূপকথার প্রতীক। পালকের মুকুট হলো জ্যোতিষ চক্রের প্রকাশ।

ফুল

ফুল হলো নতুন জীবনের প্রতীক। সূর্যের সঙ্গে তুলনা করা হয় এর। ফুলের পাপড়িগুলোর বিন্যাস সূর্যকে ঘিরে বিন্যস্ত গ্রহ-নক্ষত্র-তারকার মতো বলেই এমন তুলনা। ফুলের সঙ্গে মিল খোঁজা হয় বসন্ত ও কল্পলোকের। শৈশবের নিষ্পাপতারও প্রতীক ফুল। সৌন্দর্যের প্রতীক তো বটেই। লাল ফুল হলো ভালোবাসা ও অদম্য আগ্রহ। সাদা হলো অপাপবিদ্ধতার চিহ্ন। সৎ গুণ ও শুদ্ধতার প্রকাশ করা হয় এর মাধ্যমে। ভালোবাসা, বিশেষ করে নারীর প্রতি ভালোবাসা দেখানো হয় ফুল দিয়ে। ফুলের পাশে নারী মানে কুমারীত্ব। ছড়িয়ে-ছিটিয়ে থাকা ফুলের পাপড়ি উল্লাস-আনন্দের প্রতীক।











বন

বন রহস্যে ঘেরা এলাকা। অনেক লোককাহিনি ও রূপকথায় বনকে দেখানো হয়েছে রহস্যময়তার আধার হিসেবে। তরুণদের ক্ষেত্রে বিপদের প্রতীক বন। জীবন পরীক্ষা ও মৃত্যুর রহস্যঘেরা উৎসের সন্ধান মেলে এতে। বনে ঢুকলেই মেলে এসবের সমাধান। মনোবিজ্ঞানে বনের সঙ্গে তুলনা করা হয় নারীর চোখকে। বন যেমন রহস্যপূর্ণ, নারীর চোখেও থাকে তেমনি রহস্য। মায়ের সঙ্গেও বনের তুলনা করা হয় কোথাও কোথাও। শহুরে জীবন ও আরামদায়ক বাসস্থানের তুলনাও টানা হয় এর মাধ্যমে। ইউনিভার্সিটি অব মিশিগান ডটকম অবলম্বনে