আবারও পাহাড়ধস

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার ১ নম্বর ঝিল বরিশালঘোনা ও ফয়’স লেক লেকভিউ আবাসিক এলাকায় পৃথক পাহাড়ধসে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে পাহাড়ধসের এ ঘটনা ঘটে। বরিশালঘোনায় নিহত ব্যক্তিদের মধ্যে এক পরিবারের দুই বোন আছেন, অপর দুজন নিহত হয়েছেন লেকভিউ আবাসিক এলাকায়। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করার কারণে প্রতিবছর ঘটছে পাহাড়ধসে প্রাণহানির ঘটনা। স্থানীয় বাসিন্দাদের মতে, থাকার জায়গা না থাকায় বাধ্য হয়ে অনেকে এসব স্থানে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করেন। বৃষ্টির সময় প্রশাসনের লোকজন সতর্ক করলেও ঘর ফেলে যেতে চান না তাঁরা।

১ / ৯
এখানেই পাহাড়ধসে মারা যান দুই বোন
২ / ৯
কাদামাটির নিচ থেকে বের করা হচ্ছে জিনিসপত্র
৩ / ৯
মাটির নিচ থেকে বের করা হচ্ছে ঘরের আসবাব
৪ / ৯
চলছে গাউসিয়া কমিটির সদস্যদের উদ্ধারকাজ
৫ / ৯
এভাবেই বৃষ্টির পর ধসে পড়ছে পাহাড়ের মাটি
৬ / ৯
পাহাড়ের পাদদেশ থেকে সরে যেতে মাইকিং করা হচ্ছে
৭ / ৯
পাহাড়ধসের স্থানে এখনো অবস্থান করছে মানুষ
৮ / ৯
নিরাপদে এক শিশুকে সরিয়ে নিচ্ছেন সিটি করপোরেশনের এক কর্মী
৯ / ৯
পাহাড়ধসে মারা গেছেন যমজ এ শিশুদের মা। স্বজনদের হেফাজতে আছে শিশু দুটি