উপকূলে অনাবৃষ্টি
দীর্ঘ অনাবৃষ্টি ও খরার কারণে সুপেয় পানির পুকুরগুলো শুকিয়ে যাওয়ায় খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলায়। একই অবস্থা বাগেরহাটের উপকূলীয় বিভিন্ন এলাকায়। এসব এলাকায় অধিকাংশ স্থানে নলকূপ ও গভীর নলকূপ অকার্যকর। জনজীবনে নেমে এসেছে হাহাকার। সকাল থেকেই ছুটতে হয় পানির জন্য। যে পুকুরে এখনো কিছুটা মিষ্টি পানি রয়েছে, সেখান থেকে পানি আনতে হয় নারী-পুরুষদের। ২৭ এপ্রিল বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকার চিত্র
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০