উপকূলে অনাবৃষ্টি

দীর্ঘ অনাবৃষ্টি ও খরার কারণে সুপেয় পানির পুকুরগুলো শুকিয়ে যাওয়ায় খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলায়। একই অবস্থা বাগেরহাটের উপকূলীয় বিভিন্ন এলাকায়। এসব এলাকায় অধিকাংশ স্থানে নলকূপ ও গভীর নলকূপ অকার্যকর। জনজীবনে নেমে এসেছে হাহাকার। সকাল থেকেই ছুটতে হয় পানির জন্য। যে পুকুরে এখনো কিছুটা মিষ্টি পানি রয়েছে, সেখান থেকে পানি আনতে হয় নারী-পুরুষদের। ২৭ এপ্রিল বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকার চিত্র

১ / ১০
পরিবারের আনুষঙ্গিক কাজে ব্যবহারের জন্য অনেক দূর পথ পাড়ি দিয়ে পানি নিচ্ছেন একজন নারী। খুড়িয়াখালী, শরণখোলা উপজেলা, বাগেরহাট
২ / ১০
পরিবারের আনুষঙ্গিক কাজের ব্যবহারের জন্য টোপাপানা সরিয়ে পুকুর থেকে পানি সংগ্রহ করছেন সুমি। খুড়িয়াখালী, শরণখোলা উপজেলা, বাগেরহাট
৩ / ১০
থালাবাসন ধুতে হিসাব করে পানি খরচ করছেন সুমি। খুড়িয়াখালী, শরণখোলা উপজেলা, বাগেরহাট
৪ / ১০
জলাশয় শুকিয়ে তলানিতে পৌঁছেছে পানি। এখন তা দূষিত, তাই হাঁস–মুরগি নেট দিয়ে আটকে রাখা হয়েছে, যেন দূষিত পানিতে গিয়ে অসুস্থ না হয়। খুড়িয়াখালী, শরণখোলা উপজেলা, বাগেরহাট
৫ / ১০
মোফাজ্জেলের বাড়ির পুকুরের পানি শুকিয়ে যতটুকু আছে, তা ব্যবহারের অনুপযোগী। এখন দূরের পুকুর থেকে আনা পানি তাঁদের পরিবারে ব্যবহার করা হয়। খুড়িয়াখালী, শরণখোলা উপজেলা, বাগেরহাট
৬ / ১০
বৃষ্টি নেই, তাই মাঠ-ঘাট শুকিয়ে চৌচির। খাওয়ার জন্য ঘাস নেই গরুর। এ এলাকায় গবাদিপশু গোসল করানো হচ্ছে না প্রায় দুই সপ্তাহ ধরে। খুড়িয়াখালী, শরণখোলা উপজেলা, বাগেরহাট
৭ / ১০
বাড়ির আগের অগভীর পুকুরটি এবার আরও গর্ত করছেন জলিল হাওলাদার। এ পুকুরের পানি আগেই শুকিয়ে গেছে। যদি বৃষ্টি হয়, যেন বেশি পানি ধরে রাখতে পারে নতুন খোড়া পুকুর। খুড়িয়াখালী, শরণখোলা উপজেলা, বাগেরহাট
৮ / ১০
স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের অনুরোধে দুটি মোবাইল ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে শরণখোলায় বিশুদ্ধ পানি সরবরাহ শুরু করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সকাল থেকে শত শত মানুষ লাইনে দাঁড়িয়েছেন এক কলসি খাবার পানি সংগ্রহের জন্য। বকুলতলা, শরণখোলা উপজেলা, বাগেরহাট
৯ / ১০
মোরেলগঞ্জের আশপাশের প্রায় পাঁচ বর্গকিলোমিটার এলাকার মানুষের খাওয়ার পানির উৎস ভাষান্দল বিশারীঘাটা বাইতুল মামুন মসজিদসংলগ্ন পুকুরটি। সকাল থেকেই এ পুকুর থেকে বিরামহীন পানি নেয় মানুষ। ভাষান্দল বিশারীঘাটা, মোরেলগঞ্জ উপজেলা, বাগেরহাট
১০ / ১০
গেল কয়েক দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিশু থেকে বৃদ্ধ—নানা বয়সী রোগী এসে ভর্তি হয়েছে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মাত্র চার ইউনিয়নের উপজেলায় ১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত কেবল ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে পাঁচ শতাধিক। যার মধ্যে ভর্তি করতে হয়েছে ২৩৮ জনকে। চিকিৎসকেরা বলছেন, পানযোগ্য বিশুদ্ধ পানির সংকট থেকেই এ অবস্থা। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , বাগেরহাট