চট্টগ্রামে ধুলাবালুতে ভোগান্তি

চট্টগ্রাম নগরের ব্যস্ততম সড়কগুলোর মধ্যে বিমানবন্দর সড়ক একটি। প্রতিদিন সেটি দিয়ে হাজার হাজার লোকের যাতায়াত। গুরুত্বপূর্ণ এ সড়কে ভোগান্তিরও কমতি নেই। বৃষ্টি হলেই কাদাপানি জমে চলাচল মুশকিল হয়ে পড়ে। আর শুষ্ক মৌসুমে ধুলাবালুতে দেখা যায় না খুব কাছের জিনিসও। এতে যেকোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। গতকাল শুক্রবার নগরের আগ্রাবাদ বারেক বিল্ডিং এলাকা থেকে ছবিগুলো তুলেছেন সৌরভ দাশ

১ / ১০
ধুলাবালুতে ঢেকে আছে সব
২ / ১০
ধুলায় দেখা যায় না কাছের জিনিসও
৩ / ১০
মাস্ক পরেও ধুলা থেকে পরিত্রাণ নেই পথচারীদের
৪ / ১০
ধুলার কারণে ভরদুপুরেও সব অস্পষ্ট। তাই গাড়িতে জ্বলছে হেডলাইট
৫ / ১০
ধুলায় ভ্রাম্যমাণ বিক্রেতাদের ভোগান্তি
৬ / ১০
ধুলায় ঢাকা পড়েছে গাছের পাতা
৭ / ১০
ধুলা থেকে বাঁচতে পলিথিনে ঘেরা হয়েছে দোকান
৮ / ১০
গাড়িতে জমে থাকা ধুলা পরিষ্কার করছেন এক চালক
৯ / ১০
শিশুসন্তান কোলে ঝুঁকি নিয়ে সড়ক পার হচ্ছেন মা
১০ / ১০
এ যেন পরিত্যক্ত এক সড়ক