ঘূর্ণিঝড় ইয়াসের আগে

কাল বুধবার সকালে পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইয়াস। এর মধ্যে ঝড়টির প্রভাবে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জেলাগুলোতে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, নোয়াখালী এলাকার নিচু এলাকা এবং চরাঞ্চলগুলোতে জোয়ারের পানি প্রবেশ করেছে। অনেক স্থানে বেড়িবাঁধের ওপর দিয়ে ওই পানি প্রবেশ করছে। সুন্দরবনের দুবলার চরসহ জেলেপল্লিগুলোর বেশির ভাগ এলাকা এরই মধ্যে ডুবে গেছে।

১ / ১৪
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত ও হালকা বাতাস হচ্ছে। ইন্দুরকানি, পিরোজপুর, ২৫ মে
ছবি: এ কে এম ফয়সাল
২ / ১৪
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলার দক্ষিণাঞ্চলে জোয়ারের উচ্চতা বৃদ্ধি পেয়েছে। নিম্নাঞ্চল ও লোকালয় প্লাবিত হয়েছে। কুকরিমুকরি, চরফ্যাশন, ভোলা, ২৫ মে
ছবি: প্রথম আলো
৩ / ১৪
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বরিশালে সকাল থেকে আকাশে মেঘের আনাগোনা বাড়তে শুরু করেছে। সঙ্গে ছিল দমকা বাতাস। বেড়েছে কীর্তনখোলা নদীর পানি। ডিসি ঘাট, বরিশাল, ২৫ মে
ছবি: সাইয়ান
৪ / ১৪
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে থেমে থেমে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সুন্দরবনসংলগ্ন উপকূলে। জোয়ারে কপোতাক্ষ নদের পানি ফুঁসছে। দশহালিয়া, কয়রা উপজেলা, খুলনা, ২৫ মে
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৪
উত্তাল সমুদ্রসৈকত। লোকশূন্য ফাঁকা সৈকতে ঝোড়ো হাওয়ায় উড়ছে লাল নিশান। সৈকতের কলাতলী পয়েন্ট, কক্সবাজার, ২৫ মে
ছবি: প্রথম আলো
৬ / ১৪
আম্পানের আঘাতে ভেঙে যায় সাহিদা খাঁর বসতবাড়ি। তারপর থেকে বাঁধের ওপর ঘর বেঁধে বসবাস। আগত ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানি ফুঁসছে কপোতাক্ষ নদে। শেষ আশ্রয়টুকুও হয়তো হারাতে হবে, এমন আশঙ্কা সাহিদার। লোকা, কয়রা উপজেলা, খুলনা, ২৫ মে
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৪
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বেড়েছে শিবসা নদীর পানি। গড়াইখালী, পাইকগাছা, ২৫ মে
ছবি: প্রথম আলো
৮ / ১৪
ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত তালুকদার গ্রাম। হাতিয়া, নোয়াখালী, মে ২৫
ছবি: প্রথম আলো
৯ / ১৪
ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় সেন্ট মার্টিনে নিরাপদে রাখা হয়েছে নৌযান। সেন্ট মার্টিন, টেকনাফ, মে ২৫
ছবি: প্রথম আলো
১০ / ১৪
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব ও পূর্ণিমার জোয়ারের কারণে প্লাবিত হওয়ায় লোকজন মালপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছে। পটুয়াখালী, ২৫ মে
ছবি: প্রথম আলো
১১ / ১৪
জোয়ারের পানি থেকে রক্ষা পেতে কপোতাক্ষ নদের পাড়ে উঁচু করা হয়েছে বাঁধ। কয়রা, ২৫ মে
ছবি: প্রথম আলো
১২ / ১৪
পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে চলছে বাঁধ সংস্কারের কাজ। কয়রা, ২৫ মে
ছবি: প্রথম আলো
১৩ / ১৪
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব ও পূর্ণিমার জোয়ারের কারণে প্লাবিত হয়েছে উপকূলের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নিম্নাঞ্চল। কলাপাড়া, পটুয়াখালী, ২৫ মে
ছবি: প্রথম আলো
১৪ / ১৪
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের সময় নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। ঝুঁকিপূর্ণ বাঁধ উপচে জোয়ারের পানি প্লাবিত হচ্ছে লোকালয়ে। আন্ডার চর, পটুয়াখালী, ২৫ মে
ছবি: শংকর দাস