জাতীয় ফিজিক্স অলিম্পিয়াড

ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে বেলুন উড়িয়ে শুরু হয়েছে ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় ফিজিক্স অলিম্পিয়াড–২০২২’। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় এ অনুষ্ঠান শুরু হয়। করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত দুই বছর জাতীয় ফিজিক্স অলিম্পিয়াডের আয়োজন করতে হয়েছে অনলাইনে। এ সময় শিক্ষার্থীরা কম্পিউটার ও স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসে অনলাইনে অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগের মতোই দলবেঁধে আনন্দ-উচ্ছ্বাসে অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।

১ / ১২
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করছেন অতিথিরা।
২ / ১২
ব্যান্ড সংগীত বাজাচ্ছেন বাদকেরা।
৩ / ১২
জাতীয় সংগীত পরিবেশনের সময় দাঁড়িয়ে সম্মান জানাচ্ছে বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীরা।
৪ / ১২
বেলুন উড়িয়ে শুরু হয়েছে ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় ফিজিক্স অলিম্পিয়াড ২০২২’।
আশরাফুল আলম
৫ / ১২
পরীক্ষায় অংশগ্রহণ করছে শিক্ষার্থীরা।
৬ / ১২
কেন্দ্রে চিন্তামগ্ন পরীক্ষার্থী।
৭ / ১২
প্রশ্নের উত্তর লিখছে শিক্ষার্থীরা।
৮ / ১২
খাতায় স্বাক্ষর করছেন এক পরীক্ষক।
৯ / ১২
পছন্দের বই কিনছে শিক্ষার্থীরা।
১০ / ১২
প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের অধ্যাপক এবং ফিজিক্স অলিম্পিয়াড দলের কোচ ড. আরশাদ মোমেন
১১ / ১২
শিক্ষককে প্রশ্ন করছে এক শিক্ষার্থী।
১২ / ১২
অনুষ্ঠান এসে মেয়েকে ছবি তুলে দিচ্ছেন মা।