থানা থেকে আদালত হয়ে কারাগারে রোজিনা ইসলাম

পেশাগত দায়িত্ব পালনের জন্য গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সেখানে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাঁকে শাহবাগ থানায় নিয়ে যায়। রাত পৌনে ১২টার দিকে পুলিশ জানায়, রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাঁকে কারাগারে পাঠান আদালত। এ ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তি দাবি করেছেন বিশিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি বিভিন্ন সাংবাদিক ও রাজনৈতিক সংগঠন এবং বেসরকারি সংগঠনও বিবৃতি দিয়েছে। ছবিতে তা তুলে ধরা হলো

১ / ১২
সচিবালয় থেকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে রোজিনা ইসলামকে
২ / ১২
রোজিনা ইসলামের মুক্তির দাবিতে শাহবাগ থানার সামনে গণমাধ্যমকর্মীদের বিক্ষোভ
ছবি: তানভীর আহাম্মেদ
৩ / ১২
শাহবাগ থানার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রোজিনা ইসলামের বোন।
ছবি: তানভীর আহাম্মেদ
৪ / ১২
সিএমএম আদালত প্রাঙ্গণে অপেক্ষারত রোজিনা ইসলামের স্বজনেরা
ছবি: সাজিদ হোসেন
৫ / ১২
আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক রোজিনা ইসলামকে
ছবি: সাজিদ হোসেন
৬ / ১২
সিএমএম আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে রোজিনা ইসলামকে
ছবি: সাজিদ হোসেন
৭ / ১২
কারাগারে নেওয়ার উদ্দেশ্যে প্রিজন ভ্যানে তোলা হয় রোজিনা ইসলামকে
ছবি: সাজিদ হোসেন
৮ / ১২
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের বিচার এবং তাঁর মুক্তির দাবিতে প্রথম আলোর কর্মীরা নিজ কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। কারওয়ানবাজার, ঢাকা, ১৮ মে
ছবি: সাজিদ হোসেন
৯ / ১২
সিএমএম আদালত প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েন রোজিনা ইসলামের ভাই
ছবি: সাজিদ হোসেন
১০ / ১২
আদালত প্রাঙ্গণে রোজিনা ইসলামের সহকর্মী আনিসুল হক
ছবি: সাজিদ হোসেন
১১ / ১২
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিবাদ জানান ক্রীড়া সাংবাদিকেরা
ছবি: তানভীর আহাম্মেদ
১২ / ১২
সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন, গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক নেতা-কর্মীদের মানববন্ধন
ছবি: আশরাফুল আলম