দেড় মাস পর ছুটল দূরপাল্লার বাস-ট্রেন-লঞ্চ

করোনাভাইরাস সংক্রমণে লাগাম টানতে দেড় মাসের বেশি সময় বন্ধ থাকার পর সোমবার শুরু হয়েছে দূরপাল্লার যান চলাচল। সারা দেশ থেকে গন্তব্যে পৌঁছাতে বাস, ট্রেন ও লঞ্চে চড়েছেন যাত্রীরা। অনেক জায়গায় বাসে ওঠার আগে স্যানিটাইজার দিয়ে যাত্রীদের হাত পরিষ্কার করিয়ে নিতে দেখা গেছে। নির্দেশনা অনুযায়ী বাসের অর্ধেক আসন ফাঁকাও রাখা হয়েছে। তবে লঞ্চে অর্ধেক যাত্রী নেওয়ার নির্দেশনা মানা হয়নি কোথাও কোথাও। যাত্রীদের মধ্যে মাস্ক পরতে অনীহাও দেখা গেছে। দীর্ঘদিন পর ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকে।

১ / ১৪
রংপুর নগরীর কামারপাড়ায় বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস চালু হয়েছে, কিন্তু যাত্রী তুলনামূলক কম। কামারপাড়া, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
২ / ১৪
লঞ্চে অর্ধেক যাত্রী পারাপারের নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। পুরো ভরেই লঞ্চগুলো ছাড়া হচ্ছে। সকাল ১০টায় মাদারীপুরের বাংলাবাজার লঞ্চঘাটে
ছবি: অজয় কুন্ডু
৩ / ১৪
সীমিত সংখ্যায় চলাচল শুরু করেছে ট্রেন। কমলাপুর, ঢাকা, ২৪
ছবি: সাইফুল ইসলাম
৪ / ১৪
ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল শুরু হয়েছে। দৌলতদিয়া ফেরিঘাট, গোয়ালন্দ
ছবি: এম রাশেদুল হক
৫ / ১৪
দীর্ঘ দেড় মাস পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ সকাল ৮টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট
ছবি: এম রাশেদুল হক
৬ / ১৪
দীর্ঘদিন ট্রেন চলাচল বন্ধ থাকায় সিলেট রেলওয়ে স্টেশনের রেলপথে আগাছা জন্মেছে। ট্রেন চলাচলের আগে সোমবার রেলপথের আগাছা পরিষ্কার করেন রেলওয়ের কর্মীরা। সিলেট
ছবি: আনিস মাহমুদ
৭ / ১৪
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ আরও এক সপ্তাহের জন্য বাড়লেও সোমবার থেকে আন্তজেলা গণপরিবহন চলাচল শুরু হয়েছে। বিভিন্ন স্থানে যেতে বাস কাউন্টারে ভিড় করছেন লোকজন। কমদতলি কেন্দ্রীয় বাস টার্মিনাল, সিলেট
ছবি: আনিস মাহমুদ
৮ / ১৪
সীমিত পরিসরে লঞ্চ চালু হওয়ার প্রথম দিনেই ঢাকায় ফিরছেন বহু লোক। সদরঘাট, ২৪ মে
ছবি: দীপু মালাকার
৯ / ১৪
বনলতা এক্সপ্রেস ট্রেনে ওঠার জন্য ছুটছেন যাত্রীরা। রাজশাহী রেলওয়ে স্টেশনে
ছবি: শফিকুল ইসলাম
১০ / ১৪
করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে দেড় মাসের বেশি বন্ধ থাকার পর আজ সোমবার চাঁদপুরে লঞ্চ চলাচল শুরু হয়েছে। চাঁদপুর
ছবি: আলম পলাশ
১১ / ১৪
বাসে উঠার আগে যাত্রীদের হাত পরিষ্কারে দেওয়া হচ্ছে স্যানিটাইজার। কুমিল্লা কেন্দ্রীয় বাস টার্মিনাল
ছবি: এম সাদেক
১২ / ১৪
লঞ্চে স্বাস্থ্যবিধি মেনে আসনের ব্যবস্থা করা হলেও যাত্রীদের মধ্যে মাস্ক ব্যবহারে অনীহা। লালকুঠি ঘাট, ঢাকা, ২৪ মে
ছবি: দীপু মালাকার
১৩ / ১৪
জীবাণুনাশক হাতে যাত্রীর জন্য অপেক্ষা করছেন লঞ্চের এক কর্মচারী। বরিশাল লঞ্চঘাট, ২৪ মে
ছবি: সাইয়ান
১৪ / ১৪
দূরপাল্লার বাসের টিকিট কাটতে কাউন্টারের সামনে অপেক্ষা করছেন যাত্রীরা। মাসকান্দা বাসস্ট্যান্ড, ময়মনসিংহ, মে ২৪
ছবি: আনোয়ার হোসেন