বুনোফুল শ্বেতকাঞ্চন। বর্ষায় বন-বাদারে দেখা মেলে এই ফুলের। সাদার মাঝে হালকা হলুদ মঞ্জুরি। ছবিটি রাঙামাটির শহরতলির শিমুজ্যাছড়া এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
২ / ১১
নীল কমল। এই ফুল ফোটে বর্ষা ও শরতে। ছবিটি রাঙামাটির শুকড়ছড়ি এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
৩ / ১১
কদম ফুল যেন বর্ষার প্রতিচ্ছবি। সবুজ পাতার মাঝে হলুদ-সাদার যুগলবন্দী। ছবিটি রাঙামাটি শহরের কলেজ গেট এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
৪ / ১১
বুনোফুল কুরুক এটি। বর্ষায় পাহাড়ে মাঝারি আকারের গাছে ফোটে এই ফুল। সুগন্ধি ছড়ায় চারদিকে। ছবিটি রাঙামাটির সাদনাপুর বন ভাবনা কেন্দ্র এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
৫ / ১১
ফোটার অপেক্ষায় পলাশ পদ্ম ফুল। সাধারণত বর্ষায় ফুটে এই ফুল। ছবিটি রাঙামাটির শুকড়ছড়ি পাড়া থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
৬ / ১১
পাহাড়ে থোকায় থোকায় ফুটেছে মোরগফুল। ছবিটি রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের বড় পাগলী পাড়া থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
৭ / ১১
চালতা ফুল। বর্ষার শুরুতে ফোটে এই ফুল। ছবিটি রাঙামাটির মানিকছড়ি এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
৮ / ১১
ঝুমকা লতা ফুল। বেগুনি, সাদা ও হালকা হলুদের মিশেলে এই ফুল। ছবিটি রাঙামাটির সাপছড়ি যৌথ খামার পাড়া থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
৯ / ১১
বুনোফুল কাটালী। উঁচু পাহাড়ের ঝোপজঙ্গলে বিশাল লম্বা লতায় থোকা থোকা হালকা বেগুনি রঙের ফুল। ছবিটি রাঙামাটির কলাবাগান পাহাড় থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
১০ / ১১
বনজুঁই ফুল। ছবিটি রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কলাবাগান এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
১১ / ১১
বুনোফুল কেতকী। বর্ষা মৌসুমে পাহাড়ের ঝোপঝাড়ে ফোটে এই ফুল। ছবিটি রাঙামাটির সাধনাপুর বন ভাবনা কেন্দ্র এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি