পাহাড়ের সৌন্দর্য

পাহাড়ছোঁয়া মেঘ–কুয়াশা দেখলে মনে হবে যেন শীত মৌসুম। আসলে তা নয়। আষাঢ়-শ্রাবণের আকাশে এই মেঘ এই বৃষ্টি এই রৌদ্রময় প্রকৃতির এমনই রূপ পাহাড়ে দেখা মেলে এ মৌসুমে।

১ / ১৩
বান্দরবান শহরের শঙ্খ নদের দুই পাশে সারি সারি সবুজে ঢাকা পাহাড়।
২ / ১৩
বান্দরবান সদরের চিম্বুক পাহাড়।
৩ / ১৩
পাহাড় ট্র্যাকিংয়ে একদল তরুণ-তরুণী। ফুরমোন পাহাড়ের পাদদেশ, সাপছড়ি, রাঙামাটি।
৪ / ১৩
পাহাড়ের ভেতর বান্দরবান পার্বত্য জেলা শহর। বন–জঙ্গলে ঢাকা সারি সারি সবুজ পাহাড় উপভোগ করতে আসেন পর্যটকেরা। বান্দরবান সদর।
৫ / ১৩
বান্দরবানের থানচি উপজেলার তিন্দু পাহাড়।
৬ / ১৩
দুই পাশে সুবলং পাহাড়, অনেক দূরে ফুরমোন পাহাড়ের মাঝখানে কাপ্তাই লেকের একাংশ। সুবলং ঝরনা, বরকল উপজেলা, রাঙামাটি।
৭ / ১৩
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই কংলাক পাহাড়। পর্যটকেরা ‘ব্যাম্বো টি’ খেতে খেতে উপভোগ করেন।
৮ / ১৩
রাঙামাটির বরকল উপজেলা সদরের ফালিটাংগে মোন পাহাড়।
৯ / ১৩
পাহাড় ডিঙিয়ে চলে কেব্‌ল কার। বান্দরবান সদরের মেঘলা পর্যটনকেন্দ্র পাহাড়।
১০ / ১৩
বান্দরবানের থানচি উপজেলার তিন্দু পাহাড়।
১১ / ১৩
রাতে বৃষ্টির পর সকালে মেঘ শুয়ে থাকে পাহাড়ে। এমন সৌন্দর্যের ছবি তুলছেন শৌখিন আলোকচিত্রী। রাঙামাটি সদরের সাপছড়ি ফুরমোন পাহাড়।
১২ / ১৩
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র।
১৩ / ১৩
শেষ বিকেল। রাঙামাটি সদরের ফুরমোন পাহাড়ের সূর্যাস্ত।