পায়রা সেতুর উদ্বোধন

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী এলাকায় পায়রা নদীর ওপর নির্মিত পায়রা সেতু রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরই সেতুর দুই পাড়ে হাজারো মানুষ উল্লাসে ফেটে পড়ে। এর আগে জনতা বাদ্যযন্ত্রসহ উপস্থিত হয় সেতুতে। সেখানে দল বেঁধে আনন্দ–উল্লাসে মেতে ওঠে তারা। কেউবা মুহূর্তটি সেলফিতে ধারণ করে, কেউবা আনন্দে হেঁটেই সেতু পাড়ি দেয়। বিভিন্ন ধরনের যানবাহন ছুটে চলে গন্তব্যে।

১ / ১০
উদ্বোধনের জন্য সাজানো হয় পায়রা সেতু এলাকা
২ / ১০
সেলফিতে মুহূর্তটি ধারণ করে নিচ্ছে একদল যুবক
৩ / ১০
ব্যক্তিগত গাড়ি নিয়ে সেতুর মধ্যে ছবি তোলায় মগ্ন কয়েকজন
৪ / ১০
খুলে দেওয়ার পর সেতু দিয়ে চলছে বিভিন্ন যানবাহন
৫ / ১০
বরিশাল থেকে যাত্রা করে পায়রা সেতু পার হয়ে এসেছে বাসটি। সেতু পার হয়ে উচ্ছ্বসিত একদল তরুণ
৬ / ১০
পায়রা সেতুতে ওঠার আগে পরিবহনের ওজন পরিমাপের জন্য বসানো হয়েছে যন্ত্র
৭ / ১০
পায়রা সেতু উদ্বোধন ঘোষণার পর উচ্ছ্বসিত মানুষ দৌড়ে সেতুতে উঠে পড়ে
৮ / ১০
উদ্বোধনের সময় বাদ্যবাজনা বাজান স্কাউটের সদস্যরা
৯ / ১০
সেতু এলাকায় উৎসবমুখর পরিবেশ
১০ / ১০
বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশে যাত্রা করা বাসটি পায়রা সেতু পার হয়ে টোল প্লাজা অতিক্রম করছে। সেতুতে ওঠা প্রথম এ বাসের এক যাত্রী বিজয়সূচক চিহ্ন দেখান