প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠকের কাছ থেকে আহ্বান করা হয়েছিল তাঁদের তোলা আলোকচিত্র। ‘বাংলার মুখ’ শিরোনামের আলোকচিত্র প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন মোট ৮৯৬ জন আলোকচিত্রশিল্পী। আলোকচিত্র বাছাই শেষে সেরাদের নাম ঘোষণা করা হয়েছে। সেরা ১০০টি আলোকচিত্র এখানে তুলে ধরা হলো।
আজ সোমবার বিকেলে রাজধানীর জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে পাঠকের আলোকচিত্র প্রতিযোগিতা ‘বাংলার মুখ’–এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।