বানের পানিতে ভাসছে জনজীবন

টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর–পূর্বাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। ইতিমধ্যে বানের পানিতে তলিয়ে গেছে সিলেট বিভাগের বেশির ভাগ এলাকা। সিলেট ও সুনামগঞ্জের সঙ্গে সারা দেশের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। সিলেটে এখন বিদ্যুৎ–সংযোগও নেই। বন্যার কারণে বন্ধ হয়ে গেছে বিমানবন্দর ও রেল যোগাযোগব্যবস্থা। প্লাবিত হয়েছে উত্তরাঞ্চলের বগুড়া ও কুড়িগ্রাম জেলার কিছু এলাকা।  

১ / ৮
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে ভেঙে গেছে আখাউড়া উপজেলার হাওড়া নদীর এই বাঁধ। দুই দিনের টানা বৃষ্টি, পাহাড়ি ঢলের পানি ও বাঁধ ভাঙার কারণে উপজেলার তিন ইউনিয়নের ১১ গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, ১৮ জুন
ছবি: শাহাদৎ হোসেন
২ / ৮
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বসবাস করা মানুষের বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। বাঁধে আশ্রয়ের খোঁজে রাশেদা বেগম নামের এই নারী। ঘুঘুমারী মধ্যপাড়া, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ১৮ জুন
ছবি: সোয়েল রানা
৩ / ৮
যমুনা নদীর পানি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া পয়েন্টে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সহায়সম্বল নৌকায় তুলে পরিবারের সদস্যদের নিয়ে বাঁধে আশ্রয়ের খোঁজে শহিদুল ইসলাম। ঘুঘুমারী গ্রাম, সারিয়াকান্দি, বগুড়া, ১৮ জুন
ছবি: সোয়েল রানা
৪ / ৮
বাড়িতে যা কিছু ছিল, তার কিছু মাল নৌকায় ওঠানো হয়েছে। পোড়ার চর, কুড়িগ্রাম ১৮ জুন
ছবি: প্রথম আলো
৫ / ৮
কুড়িগ্রামে খাদ্য, বিশুদ্ধ পানি, জ্বালানি ও গোখাদের তীব্র সংকট। কুড়িগ্রাম ১৮ জুন
ছবি: প্রথম আলো
৬ / ৮
শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলের পানিতে আটকে পড়া এক নারীকে উদ্ধার করে নিয়ে আসছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামেরকুড়া এলাকায়। ঝিনাইগাতী, শেরপুর, ১৭ জুন
ছবি: প্রথম আলো
৭ / ৮
ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট নগরের বিভিন্ন এলাকায় বুকপানি। সিলেট রেলস্টেশনে পানি ঢুকে পড়েছে। স্টেশনের সামনে বুকপানি ঠেলে যাতায়াত করছে মানুষ। ছবিটি আজ দুপুরে তোলা। রেলস্টেশন, সিলেট, ১৮ জুন
ছবি: আনিস মাহমুদ
৮ / ৮
সিলেট নগরের সুরমা নদীর পানি বেড়েই চলেছে। নগরের বিভিন্ন এলাকা এখন পানিবন্দী। কিনব্রিজ এলাকার চাঁদনী ঘাট থেকে আশপাশের এলাকাও প্লাবিত হচ্ছে। চাঁদনী ঘাট, সিলেট, ১৮ জুন
ছবি: আনিস মাহমুদ