মায়াবন

১ / ৯
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত জুগিরকান্দি জলারবন। স্থানীয়রা এ বনের নাম দিয়েছে মায়াবন। ইতিমধ্যে এটি ভ্রমণ পিপাসুদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মায়াবনের চারদিকের অথই পানিতে সারি সারি গাছের বিশাল এক জঙ্গল। উত্তরে রয়েছে সারি ও পিয়াইন নদীর মিলনস্থল। ছবি: আনিস মাহমুদ
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত জুগিরকান্দি জলারবন। স্থানীয়রা এ বনের নাম দিয়েছে মায়াবন। ইতিমধ্যে এটি ভ্রমণ পিপাসুদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মায়াবনের চারদিকের অথই পানিতে সারি সারি গাছের বিশাল এক জঙ্গল। উত্তরে রয়েছে সারি ও পিয়াইন নদীর মিলনস্থল। ছবি: আনিস মাহমুদ
২ / ৯
সিলেটের সারিঘাট-গোয়াইনঘাট সড়কের পাশেই বেখরা খাল। এখান থেকে নৌকায় করে বাংলার রূপ দেখতে দেখতে দেড় কিলোমিটার পথ বেয়ে যেতে হবে মায়াবনে। ছবি: আনিস মাহমুদ
সিলেটের সারিঘাট-গোয়াইনঘাট সড়কের পাশেই বেখরা খাল। এখান থেকে নৌকায় করে বাংলার রূপ দেখতে দেখতে দেড় কিলোমিটার পথ বেয়ে যেতে হবে মায়াবনে। ছবি: আনিস মাহমুদ
৩ / ৯
খাল দিয়ে প্রবেশ করছে পর্যটকদের নৌকা। ছবি: আনিস মাহমুদ
খাল দিয়ে প্রবেশ করছে পর্যটকদের নৌকা। ছবি: আনিস মাহমুদ
৪ / ৯
দুই দিকে মায়াবন, মধ্য দিয়ে বয়ে গেছে সারি নদীর শাখা বেখরা খাল। ছবি: আনিস মাহমুদ
দুই দিকে মায়াবন, মধ্য দিয়ে বয়ে গেছে সারি নদীর শাখা বেখরা খাল। ছবি: আনিস মাহমুদ
৫ / ৯
কাশবনে বসে আছে পথিক পাখি। ছবি: আনিস মাহমুদ
কাশবনে বসে আছে পথিক পাখি। ছবি: আনিস মাহমুদ
৬ / ৯
হিজল-করচ গাছের এমন দৃশ্যে চোখ জুড়ায় পর্যটকদের। ছবি: আনিস মাহমুদ
হিজল-করচ গাছের এমন দৃশ্যে চোখ জুড়ায় পর্যটকদের। ছবি: আনিস মাহমুদ
৭ / ৯
দৃষ্টির সীমানায় মেঘালয় পাহাড়ের সৌন্দর্য। ছবি: আনিস মাহমুদ
দৃষ্টির সীমানায় মেঘালয় পাহাড়ের সৌন্দর্য। ছবি: আনিস মাহমুদ
৮ / ৯
বনের মধ্যে দিয়ে বয়ে চলেছে সারি নদীর শাখা বেখরা খাল। ছবি: আনিস মাহমুদ
বনের মধ্যে দিয়ে বয়ে চলেছে সারি নদীর শাখা বেখরা খাল। ছবি: আনিস মাহমুদ
৯ / ৯
সারি সারি গাছের মাঝে টল টল পানি। ছবি: আনিস মাহমুদ
সারি সারি গাছের মাঝে টল টল পানি। ছবি: আনিস মাহমুদ