রঙের উৎসব দোলপূর্ণিমা

আবিরে রাঙাল শিশু-কিশোর, তরুণ-তরুণী সবাই, বাদ যাননি প্রবীণেরাও। হরেক রঙে মাখা মুখ নিয়ে চলে আনন্দ-উল্লাস। শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব এই দোলপূর্ণিমা, যা উদ্‌যাপিত হলো আজ রোববার। সনাতন ধর্মাবলম্বীরা এই দিনে আবির খেলার উৎসবে মাতেন, যাকে হোলিও বলা হয়। এ উপলক্ষে বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা-অর্চনাও হয়।

১ / ১২
সনাতন ধর্মের দোল উৎসবে তরুণ-তরুণীরা রঙের খেলায় মেতেছেন। খুলনার শীতলাবাড়ি মন্দিরে
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১২
যশোর শহরের বেজপাড়া পূজামণ্ডপে আবির মাখিয়ে দোলের উৎসবে কিশোরীরা
ছবি: এহসান-উদ-দৌলা
৩ / ১২
খুলনা শহরের শীতলাবাড়ি মন্দিরে রঙের খেলায় মেতেছেন এক তরুণী
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১২
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোলপূর্ণিমা বা হোলি উৎসব। বাংলাদেশে তা ‘দোলযাত্রা’ নামেও পরিচিত। উৎসব ঘিরে বগুড়া শহরের চেলোপাড়া নববৃন্দাবন মন্দিরে আবির খেলায় মেতে ওঠেন তরুণীরা
ছবি: সোয়েল রানা
৫ / ১২
দোল উৎসবে আবির মেখে ছবি না তুললে কি হয়? কুমিল্লার মহেশাঙ্গন মন্দিরে
ছবি: এম সাদেক
৬ / ১২
কুমিল্লা নগরের সব কটি মন্দিরে দোলপূজা শেষে আনন্দে মেতে ওঠেন সবাই। ব্যতিক্রম ছিল না রামঘাট এলাকার মহেশাঙ্গন মন্দিরও
ছবি: এম সাদেক
৭ / ১২
দোলপূর্ণিমায় রাজধানীর পুরান ঢাকার শাঁখারীবাজারে মা–বাবাকে আবির দিচ্ছে দুই সন্তান
ছবি: দীপু মালাকার
৮ / ১২
পুরান ঢাকার শাঁখারীবাজার কালীমন্দিরে দোল উৎসবে পূজা দিতে আসেন সব বয়সী নারী-পুরুষ
ছবি: দীপু মালাকার
৯ / ১২
দোল উৎসবে রাজধানীর শাঁখারীবাজারে মন্দিরের প্রবেশবেদিতে সিঁদুর, বাতাসা দিচ্ছেন এক ব্যক্তি
ছবি: দীপু মালাকার
১০ / ১২
একে অপরকে আবির লাগিয়ে দিচ্ছেন তাঁরা
ছবি: দীপু মালাকার
১১ / ১২
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দোলপূর্ণিমা উৎসবে অনেকেই পরিবার নিয়ে পূজা দিতে আসেন
ছবি: সাবিনা ইয়াসমিন
১২ / ১২
বগুড়া শহরের চেলোপাড়া নববৃন্দাবন মন্দিরে দোল উৎসবে মেতেছেন এই তরুণী
ছবি: সোয়েল রানা