রোজিনা ইসলামকে হেনস্তায় জেলায়–জেলায় সাংবাদিকদের প্রতিবাদ
পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা এবং পরে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলায় গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র প্রতিবাদে দেশে বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে সাংবাদিক সংগঠন। পাশাপাশি ছাত্রসংগঠনও প্রতিবাদ জানায়। সংগঠনগুলো মামলা প্রত্যাহার করে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির পাশাপাশি দোষী কর্মকর্তা ও কর্মচারীদের শাস্তি দাবি করে। ছবিতে তা তুলে ধরা হলো।