রোজিনা ইসলামকে হেনস্তায় জেলায়–জেলায় সাংবাদিকদের প্রতিবাদ

পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা এবং পরে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলায় গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র প্রতিবাদে দেশে বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে সাংবাদিক সংগঠন। পাশাপাশি ছাত্রসংগঠনও প্রতিবাদ জানায়। সংগঠনগুলো মামলা প্রত্যাহার করে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির পাশাপাশি দোষী কর্মকর্তা ও কর্মচারীদের শাস্তি দাবি করে। ছবিতে তা তুলে ধরা হলো।

১ / ১৫
সুনামগঞ্জে রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন। মঙ্গলবার সকালে পৌর শহরের আলফাত স্কয়ারে
ছবি: খলিল রহমান সুনামগঞ্জ
২ / ১৫
রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন গণমাধ্যমকর্মীরা। বেলা ১১টায় নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এই কর্মসূচির আয়োজন করে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। এতে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা
ছবি: শহীদুল ইসলাম
৩ / ১৫
নোয়াখালীতে সাংবাদিকদের মানববন্ধন-সমাবেশ। বেলা সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে
ছবি: প্রথম আলো।
৪ / ১৫
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দুপুর ১২টায় বগুড়া শহরের সাতমাথা এলাকায়
ছবি: সোয়েল রানা
৫ / ১৫
সাংবাদিক রোজিনা জেলে কেন? হামলাকারীরা চেয়ারে কেন? সংবাদপত্রের স্বাধীনতা কই? বিচার কই? এসব প্রশ্ন রেখে একাই মানববন্ধনে দাঁড়িয়ে যান লেখক ও অ্যাকটিভিস্ট আবুল কালাম আল আজাদ। পরে তাঁর সঙ্গে যুক্ত হন আরও কয়েকজন সচেতন নাগরিক। সকালে ময়মনসিংহ প্রেসক্লাব প্রাঙ্গণে
ছবি: আনোয়ার হোসেন
৬ / ১৫
গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের সামনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন সাংবাদিকেরা। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে থেকে তোলা
ছবি: সাদিক মৃধা
৭ / ১৫
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘প্রতিবাদী অবস্থান’–এর আয়োজন করে সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)। এতে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন। মঙ্গলবার বেলা একটার দিকে
ছবি: আনিস মাহমুদ
৮ / ১৫
রংপুর প্রেসক্লাবের আয়োজনে নগরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা। প্রেসক্লাব চত্বর, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১৫
মানববন্ধন করেন রাঙামাটিতে কর্মরত বিভিন্ন পত্রিকা ও বেসরকারি টেলিভিশনের সাংবাদিকেরা। রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের দক্ষিণ ফটকে মঙ্গলবার দুপুরে
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৫
কুড়িগ্রাম প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়
ছবি: প্রথম আলো
১১ / ১৫
টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকেরা
ছবি: প্রথম আলো
১২ / ১৫
নগরের সদর রোডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বরিশাল রিপোর্টার্স ইউনিটি। এ সময় বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা এতে একাত্মতা প্রকাশ করেন। দুপুর ১২টায়
ছবি: সাইয়ান
১৩ / ১৫
পাবনা প্রেসক্লাবের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। আব্দুল হামিদ সড়ক, পাবনা
ছবি: হাসান মাহমুদ
১৪ / ১৫
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রতিবাদ সমাবেশ করা হয়। বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে ছবিটি তোলা
ছবি: দিনার মাহমুদ
১৫ / ১৫
কুষ্টিয়ায় সর্বস্তরের সাংবাদিক ও সচেতন নাগরিকদের মানববন্ধন। বিকেলে কুষ্টিয়া শহরে বঙ্গবন্ধু চত্বর থেকে ছবিটি তোলা
ছবি: তৌহিদী হাসান