শীতের এই সময়টায় গ্রামবাংলার বিস্তীর্ণ মাঠ হলুদ বরণ ধারণ করে, সরিষা ফুলের কারণে। দেখে মনে হয় যেন হলুদ রঙের রাজ্য। এই রাজ্যে দেখা মেলল বাহারি প্রজাপতিটির। ছবিটি ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা
২ / ১০
সরিষা খেতের আইল ধরে পানি নিয়ে হেঁটে চলেছে দুই শিশু। ছবিটি ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের চরাঞ্চল থেকে তোলা। ছবি: জগলুল পাশা