হরতালচিত্র

হেফাজতে ইসলামের ডাকা হরতালে কয়েকটি জেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি গোলযোগ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। সেখানে বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন ধরিয়ে দেন হরতালকারীরা। সরাইলে সংঘর্ষে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন দেন তাঁরা। দেশের অন্য স্থানগুলোতে সার্বিকভাবে জনজীবনে খুব একটা প্রভাব ফেলেনি রোববারের এই হরতাল।

১ / ১৬
নারায়ণগঞ্জের মৌচাক এলাকায় হরতালকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন ধরিয়েছিলেন। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন
ছবি: হাসান রাজা
২ / ১৬
নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন হরতালকারীরা
ছবি: হাসান রাজা
৩ / ১৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাঁজোয়া যান নিয়ে বিজিবির টহল
ছবি: হাসান রাজা
৪ / ১৬
হরতালের মধ্যে ঢাকার শ্যামপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে আগুন ধরিয়েছিলেন হেফাজতে ইসলামের কর্মীরা। পরে পুলিশ তাঁদের সরিয়ে দিয়ে আগুন নিভিয়ে ফেলে
ছবি: হাসান রাজা
৫ / ১৬
হরতালের সমর্থনে বায়তুল মোকাররম এলাকায় মিছিল বের করেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা
ছবি: তানভীর আহম্মেদ
৬ / ১৬
রাজধানীর পল্টন এলাকায় হেফাজতে ইসলামের কর্মীরা লাঠি হাতে মিছিলে নামলে তাঁদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয় সরকারি দলের নেতা-কর্মীদের
ছবি: তানভীর আহম্মেদ
৭ / ১৬
বায়তুল মোকাররম মসজিদ এলাকায় পুলিশের সতর্ক অবস্থান
ছবি: তানভীর আহম্মেদ
৮ / ১৬
হরতালের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় পথচারীদের ভোগান্তি
ছবি: হাসান রাজা
৯ / ১৬
হেফাজতে ইসলামের ডাকা হরতালে সকাল থেকেই সিলেটের বিভিন্ন সড়কে অবস্থান নেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। হরতালের প্রতিবাদে মিছিল বের করেন তাঁরা। বন্দরবাজার এলাকায় হরতালকারীদের সঙ্গে সরকারদলীয় নেতা-কর্মীদের ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনা ঘটে
ছবি: প্রথম আলো
১০ / ১৬
রংপুরে হেফাজতে ইসলামের ডাকা হরতালে কোনো প্রভাব পড়েনি। সবকিছু স্বাভাবিক ছিল। ছবিটি নগরের সিটিবাজারের সামনে থেকে তোলা
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৬
ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড় এলাকার সকালে আগুন ধরিয়েছিলেন হরতালকারীরা
ছবি: প্রথম আলো
১২ / ১৬
হরতালে কুমিল্লা নগরের সব কটি ব্যবসাপ্রতিষ্ঠান সকাল থেকেই খোলা ছিল। যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। ছবিটি সকাল সাড়ে ১০টায় কান্দিরপাড় চকবাজার সড়কের
ছবি: এম সাদেক
১৩ / ১৬
হরতালে গাড়ি চলাচল কম থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট ছিল ফাঁকা ফাঁকা
ছবি: এম রাশেদুল হক।
১৪ / ১৬
ব্রাহ্মণবাড়িয়ার টি এ রোড এলাকায় হরতাল কর্মসূচিতে সক্রিয় ছিলেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা
ছবি: প্রথম আলো
১৫ / ১৬
হরতালে যান চলাচল ও রাস্তা বন্ধ করে দিয়ে ময়মনসিংহ নগরের চরপাড়া মোড় এলাকায় সমাবেশ করেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা
ছবি: আনোয়ার হোসেন
১৬ / ১৬
হরতালে থমথমে হাটহাজারীতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী
ছবি: জুয়েল শীল