৪০ মিনিটে ঢাকা থেকে মাওয়া
আট মাস আগেই চালু হলো ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। কাজের প্রয়োজনে বেশ কয়েকবার ব্যবহার করেছি সড়কটি। মহাসড়কটির বর্তমান অবস্থা দেখার জন্য গত মঙ্গলবার আবারও গেলাম মাওয়া পর্যন্ত। ঢাকা থেকে ভাঙ্গার দূরত্ব ৫৫ কিলোমিটার। আর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মোট পথ ৩৫ কিলোমিটার। মাওয়া পর্যন্ত মোটরসাইকেলে যেতে সময় লাগল মাত্র ৪০ মিনিট। সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখে সিদ্ধান্ত নিলাম সুয্যি মামা একটু চড়াও না হলে গিয়ে লাভ হবে না। কারণ, কুয়াশার মধ্যে ভালো ছবি পাওয়া যাবে না। সাড়ে ১০টার দিকে রওনা হলাম মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে। উড়ালসড়কটির পোস্তগোলা অংশ থেকে নেমেই শুরু ঢাকা টু মাওয়া এক্সপ্রেসওয়ে।
১ / ১৮
২ / ১৮
৩ / ১৮
৪ / ১৮
৫ / ১৮
৬ / ১৮
৭ / ১৮
৮ / ১৮
৯ / ১৮
১০ / ১৮
১১ / ১৮
১২ / ১৮
১৩ / ১৮
১৪ / ১৮
১৫ / ১৮
১৬ / ১৮
১৭ / ১৮
১৮ / ১৮