এ যেন সত্যিই ‘বাবুরাম সাপুড়ে’। কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ফকিরাবাদ গ্রামে গতকাল রোববার প্রায় ৭০ জন সাপুড়ে দেখান সাপের খেলা। এই খেলার নাম ‘ঝাপান খেলা’। খেলা দেখতে ভিড় জমান গ্রামবাসীরা। ছবি: তৌহিদী হাসান
২ / ১৩
মাটির পাতিল থেকে সাপ বের করে খেলা দেখাচ্ছেন এক সাপুড়ে। ছবি: তৌহিদী হাসান
৩ / ১৩
খেলা দেখে অবাক নারী ও শিশুরা। ছবি: তৌহিদী হাসান
৪ / ১৩
খেলার আগে সাপের গায়ে পানি ছিটিয়ে দিচ্ছেন সাপুড়ে। ছবি: তৌহিদী হাসান
৫ / ১৩
খেলার সঙ্গে ছিল সাপুড়ের নাচ-গান। ছবি: তৌহিদী হাসান
৬ / ১৩
খেলার সঙ্গে চলছে সাপুড়েদের গান-বাজনা। ছবি: তৌহিদী হাসান
৭ / ১৩
ফণা তুলে আছে চারটি সাপ। ছবি: তৌহিদী হাসান
৮ / ১৩
সাপুড়ের কৌশল। ছবি: তৌহিদী হাসান
৯ / ১৩
একমনে খেলা দেখছেন দর্শকেরা। ছবি: তৌহিদী হাসান
১০ / ১৩
মঞ্চে ভক্তি প্রদর্শন করছেন এক সাপুড়ে। ছবি: তৌহিদী হাসান
১১ / ১৩
১০টি সাপুরের দল অনেকগুলো সাপ নিয়ে খেলা দেখাচ্ছেন। ছবি: তৌহিদী হাসান
১২ / ১৩
মঞ্চে সাপকে দাঁড় করিয়ে রেখে পাশের পুকুর থেকে পানি নিয়ে আনছেন এক সাপুড়ে। সাপ দাঁড়িয়ে থাকলে পয়েন্ট যোগ হয়। আর শুয়ে পড়লে পয়েন্ট কাটা হয়। ছবি: তৌহিদী হাসান
১৩ / ১৩
ঝাপান খেলায় অংশ নিতে গান গাইতে গাইতে ঢুকছেন সাপুড়েরা। ছবি: তৌহিদী হাসান