সেন্ট মার্টিনে পরিচ্ছন্নতা অভিযান

৪০তম আন্তর্জাতিক সমুদ্রসৈকত পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে কেওক্রাডং বাংলাদেশের উদ্যোগে ও ইউনিলিভার বাংলাদেশের সহায়তায় সেন্ট মার্টিন দ্বীপে অপচনশীল ও প্লাস্টিক পণ্য পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এতে স্থানীয় শিক্ষার্থীসহ সর্বমোট ৫৩০ স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। এবার নিয়ে ১৫ বারের মতো এ কর্মসূচি পালন করা হলো। শুক্রবার সকালে ছবিগুলো সেন্ট মার্টিন সমুদ্রসৈকত এলাকা থেকে তোলা।

১ / ৯
বিভিন্ন বয়সী শিশু–কিশোরেরা অংশ নেয় পরিচ্ছন্নতা অভিযানে। সুরক্ষা পোশাক পরে তৈরি সবাই
২ / ৯
দলের একাংশের সমবেত ছবি।
৩ / ৯
প্লাস্টিকের অপচনশীল পণ্য টেনে তুলছেন কয়েকজন।
৪ / ৯
সৈকতে পড়ে থাকা আবর্জনা তুলছেন দুজন।
৫ / ৯
সৈকতের বালিতে আটকে থাকা জাল তোলার চেষ্টা করছেন কয়েকজন।
৬ / ৯
সৈকতের আনাচকানাচে আবর্জনা খুঁজে বের করছেন সবাই
৭ / ৯
আবর্জনা স্তূপ করে তা বস্তায় ভরে নিয়ে আসছেন কয়েকজন
৮ / ৯
সংগৃহীত আবর্জনা বাছাই করছেন সবাই
৯ / ৯
সংগৃহীত আবর্জনার বস্তাসহ স্বেচ্ছাসেবীদের একাংশ।