নিম্নমানের সবজির বাজারে

পুরান ঢাকার লোহারপুলের খালপাড় এলাকা। এখানকার সবজির বাজারে সকাল থেকেই দেখা যায় মানুষের ভিড়। এই বাজারে পাওয়া যায় কিছুটা নিম্নমানের সবজি। অপেক্ষাকৃত কম দামে সেই সবজি কেনেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। মূলত সূত্রাপুর, লোহারপুল ও ফরিদাবাদ এলাকায় নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারাই ভিড় করেন এই বাজারে। চলতি মাসে প্রকাশিত বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের খাবার কেনার খরচ ছিল মাথাপিছু ১ হাজার ৮৫১ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিন হাজার টাকায়।

১ / ৭
বেগুনের নষ্ট অংশ কেটে বাদ দেওয়া হয়েছে। যেটুকু আছে, সেটিও ভালো কি না, তা যাচাই করে দেখছেন এক ক্রেতা।
২ / ৭
নষ্ট অংশ বাদ দিয়ে বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে।
৩ / ৭
সকাল থেকেই এই বাজারে দেখা যায় মানুষের ভিড়।
৪ / ৭
মূলত নিম্ন ও মধ্যম আয়ের মানুষই বাজার করতে আসেন এখানে।
৫ / ৭
দরদাম করে পটোল কিনছেন এক নারী।
৬ / ৭
২০ টাকার পেঁয়াজ ব্যাগে ভরছেন এক বিক্রেতা।
৭ / ৭
১০ টাকার ধনেপাতা কিনছেন এক নারী।