আড়তে জীবন্ত মাছের কেনাবেচা
আড়তে সারি সারি দাঁড়ানো শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি। তার ওপর চৌবাচ্চা তৈরি করে রাখা জীবন্ত মাছ। সেখানে খোলা ডাকের মাধ্যমে মাছ কিনে নিচ্ছেন পাইকারি ক্রেতারা। সেই মাছগুলো আবার পানিভরা ড্রামে রাখেন তাঁরা। একটু পরেই মাছ বেচাকেনা শেষে এই জীবন্ত মাছ নিয়ে পাইকারি ব্যাবসায়ীরা ছোটেন গ্রামীণ হাটে। ১ জানুয়ারি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা আড়ত থেকে তোলা কয়েকটি ছবি নিয়ে সাজানো গল্প।
১ / ১১
২ / ১১
৩ / ১১
৪ / ১১
৫ / ১১
৬ / ১১
৭ / ১১
৮ / ১১
৯ / ১১
১০ / ১১
১১ / ১১