ম্রোদের জীবন–জীবিকা

সবুজ পাহাড়, বনাঞ্চল আর ঝরনাবেষ্টিত বান্দরবান। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা এ জেলার আলীকদম উপজেলার সদর ইউনিয়নের তৈন খালের ওপরে দুর্গম বসতি ক্রাংসি পাড়া। উপজেলা সদর থেকে পাড়ায় যেতে সময় লাগে দুই থেকে তিন ঘণ্টা। এ গ্রামে ম্রো জনগোষ্ঠীর ২৮ পরিবারের বসবাস। পাহাড়ের উঁচু–নিচু, ঢালু স্থানে ঘর করে বাস করেন গ্রামটির বাসিন্দারা। এখানকার জীবন–জীবিকা খুবই কষ্টসাধ্য বিষয়। কলা, আদাসহ অল্প কিছু পণ্য বেচাকেনার মধ্য দিয়ে সামান্য আয়ে চলে পরিবারগুলো। শিশুদের স্কুলে যেতে মাইলের পর মাইল পাড়ি দিতে হয়। প্রতিদিন কাজের খোঁজে বের হতে হয় নারীদের। এই জনগোষ্ঠীর জীবনযাপনের ওপর ছবিগুলো গত রোববার তোলা।

১ / ৮
আমতলী ঘাট থেকে তৈন খাল যাওয়ার নয়নাভিরাম পথ।
২ / ৮
নদীর উজান থেকে ইঞ্জিনচালিত নৌযানে করে বিক্রির জন্য আনা কলার ছড়াগুলো নামানো হচ্ছে আমতলী ঘাটে।
৩ / ৮
নানির কোলে ঘুমিয়ে আছে শিশুটি।
৪ / ৮
বাবার হাত ধরে বিদ্যালয়ের পথে শিশু।
৫ / ৮
ফুল সাজাচ্ছেন ম্রো তরুণীরা।
৬ / ৮
পাহাড়ের ওপর মাচা বানিয়ে হলুদ শুকানো হচ্ছে।
৭ / ৮
পাহাড়িদের ফল–ফলাদি বহন করার ঝুড়িতে করে হাঁড়িসহ জিনিসপত্র নিয়ে নদীতে যাচ্ছেন এক তরুণী।
৮ / ৮
বন থেকে কাটা গাছ ভাসিয়ে নিয়ে আসছেন এক ব্যক্তি।